TRENDING:

দূষণ রুখতে অভিনব পদক্ষেপ, কলকাতার রাস্তায় এবার ছুটবে ই-বাস

Last Updated:

বাতাসে দূষণের পরিমাণ দিনকে দিন বাড়ছে ৷ পরিস্থিতি এখন আয়ত্তের বাইরে ৷ তাই দূষণ রুখতে নয়া পদক্ষেপ নিল কলকাতা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাতাসে দূষণের পরিমাণ দিনকে দিন বাড়ছে ৷ পরিস্থিতি এখন আয়ত্তের বাইরে ৷ তাই দূষণ রুখতে নয়া পদক্ষেপ নিল কলকাতা ৷ পেট্রোল এবং ডিজেল চালিত বাস আর নয় ৷ অপেক্ষা আর একমাসের ৷ এরপরই তিলোত্তমার রাস্তায় ছুটবে ইলেক্ট্রিক বাস ৷ শহর জুড়ে দূষণ নিয়ন্ত্রন করতেই এই অভিনব পদক্ষেপ গ্রহণ করল রাজ্য পরিবহন দফতর ৷
advertisement

রাজ্য পরিবহন দফতরের তরফে জানান হয়েছে, এখনও অবধি ৮০টি বাস রাস্তায় নামানোর পরিকল্পনা হয়েছে ৷ এতে শব্দ এবং বায়ূ দূষণের পরিমাণও বেশ কিছুটা কমবে ৷ এমনটাই মত বিশেষজ্ঞদের ৷ যদি ডব্লুউবিটিসি-র এই বাসের পরিকল্পনা সফল হয় ৷ তাহলে আরও বেশ কিছু ই-বাস রাস্তায় নামানোর ভাবনাচিন্তা করা হবে বলে জানিয়েছেন ডব্লুউবিটিসি-র উচ্চপদস্থ আধিকারিকরা ৷

advertisement

পরিবহন দফতরের এক অফিসার জানিয়েছেন, এই ই-বাস প্রযুক্তির দিক থেকে পরিবহন ব্যবস্থাকে আরও কয়েকধাপ এগিয়ে নিয়ে গেল ৷ মজার বিষয়, এই বাসে টিকিট কাটার জন্য আপনার আশেপাশে ঘুরঘুর করবে না কনডাক্টর ৷ স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমেই বাস ভাড়া দিতে পারবেন বাসযাত্রীরা ৷

এই সমস্ত বাসের চার্জ দেওয়ার জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে ৷ বাস টার্মিনাসে ৩০ টি ব্যাটারি চার্জারের ব্যবস্থা করা হয়েছে ৷ এরমধ্যে ১০ টি টার্বো ব্যাটারি চার্জারের পয়েন্ট করা হয়েছে ৷ তবে, বাসের উপরেই সোলার প্লেট বসানোর পরিকল্পনা করা হচ্ছে ৷ এরফলে বাস চলার সময়েই অটোমেটিক ব্যাটারি রিচার্জ হয়ে যাবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

হিডকো এবং কোল ইন্ডিয়ার তরফে এই বাস তৈরির পরিকল্পনা করা হয়েছে ৷ নিউটাউনের রাস্তায় খুব শীগগিরই এই ই-বাস চলবে ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
দূষণ রুখতে অভিনব পদক্ষেপ, কলকাতার রাস্তায় এবার ছুটবে ই-বাস