আরও পড়ুনঃ আজ ব্রিগেড! কলকাতার ৭ প্রান্ত থেকে ৭ মিছিল, কোন কোন রাস্তায় যানজটের ভয়, জানুন
গতকাল রাত থেকেই ব্রিগেডে বাম যুব সমাবেশের জন্য প্রস্তুত হচ্ছে পুলিশ-প্রশাসনও। লালবাজার সূত্রে খবর, ১ লাখ জনের সমাবেশের কথা জানানো হয়েছে পুলিশের কাছে। তবে, যদিও বিভিন্ন জেলা ও শহরতলি থেকে আসা সমর্থকদের সংখ্যা দেখে, কীরকম ভিড় হতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।
advertisement
লালবাজার সূত্রে জানা যাচ্ছে, ব্রিগেডে ডিওয়াইএফআই-এর সমাবেশের জন্য দায়িত্বে থাকছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার দু’জন পুলিশ অফিসার। গোটা ব্রিগেড চত্বরে মোতায়েন করা হয়েছে প্রায় পাঁচশো পুলিশকর্মী। পুলিশ সূত্রের খবর অনুসারে, ব্রিগেডে মূলত হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে বাম কর্মী-সমর্থকদের ব্রিগেডমুখী মিছিল আসতে চলেছে।
ব্রিগেডে ‘ইনসাফ সভা’ করা নিয়ে দীর্ঘ টানাপড়েন চলছিল কিছুদিন ধরেই৷ অবশেষে গত ৫ ফেব্রুয়ারি সাংবাদিক বৈঠকে মীনাক্ষী জানান, তাঁরা এই সমাবেশের জন্য প্রয়োজনীয় অনুমতি পেয়েছেন৷ সমাবেশ শেষে গোটা সমাবেশের মোট খরচের পরিমাণও সর্বসমক্ষে আনার কথা ঘোষণা করেছেন মীনাক্ষী৷ তাঁর কথায়, ‘‘রাজ্যে যখন নিয়োগ থেকেশুরু করে সর্বক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, তখন রাজনৈতিক স্বচ্ছতার জায়গা থেকে আমকা এই তালিকা প্রকাশ করব৷’’
গত ৫০ দিন ধরে কার্যত মীনাক্ষী মুখোপাধ্যায়কে ‘মুখ ’ করেই জেলায় জেলায় ইনসাফ যাত্রা করেছে বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াই এফআই৷ যার শেষ ইনসাফ সভা ব্রিগেডে হতে চলেছে আজ রবিবার৷ ব্রিগেডে তৈরি হয়েছে ৩২ ফুট/ ২৪ ফুটের একটি মূল মঞ্চ। সেখানেই থাকবেন প্রধান অতিথিরা। এছাড়াও, মঞ্চের ডান দিকে এবং বাঁদিকে ৪০ ফুট/৪০ ফুটের দু’টো আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে।