ব্রিগেড সমাবেশের ঠিক আগের দিন অবশ্য সমাবেশের সাফল্য কামনা করে মীনাক্ষী মুখোপাধ্যায়দের মনের জোর অনেকটাই বাড়িয়ে দিলেন বুদ্ধদেব৷ শনিবার বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে হাজির হয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ কয়েকজন ডিওয়াইএফআই নেতা৷ সেখানেই মীনাক্ষী মুখোপাধ্যায়ের হাত ধরে বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, ‘রবিবারের ব্রিগেড সমাবেশ খুব সফল হবে, বড় হবে, ভাল হবে৷’
advertisement
মীনাক্ষী মুখোপাধ্যায়রা বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসার সময় তাঁদের সঙ্গে বাইরে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বার্তার কথা সংবাদমাধ্যমের সামনে জানান তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য৷
আরও পড়ুন: ২০ হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছে শঙ্কর, যোগ জ্যোতিপ্রিয়ও’ আদালতে দাবি ইডির
দীর্ঘ ৫০ দিনের ইনসাফ যাত্রার শেষে রবিবার ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশ হবে৷ লোকসভা নির্বাচনের আগে দলের যুব সংগঠনের এই সমাবেশকে সফল করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে সিপিএমও৷ রবিবারের সমাবেশ সফল হলে লোকসভা নির্বাচনের আগে দলের নেতা, কর্মীরাদেও চাঙ্গা করা যাবে বলেই মত সিপিএম নেতৃত্বের৷ তাই দলের যুব নেতাদের সঙ্গে রবিবারের ব্রিগেডের প্রস্তুতিতে অংশ নিয়েছেন দলের প্রবীণ নেতারাও৷
প্রায় দু মাস ধরে গোটা রাজ্য জুড়ে ডিওয়াইএফআই-এর ইনসাফ যাত্রা চলেছে৷ সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় নিজে৷ শিক্ষার শেষে চাকরির দাবি, দুর্নীতির যথাযথ তদন্তের মতো একাধিক ইস্যুকে সামনে রেখে রবিবারের ব্রিগেডের আয়োজন করেছে সিপিএমের যুব সংগঠন৷ সমাবেশের আগের দিন বুদ্ধদেবের বার্তা যে মীনাক্ষীদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল, তা বলার অপেক্ষা রাখে না৷