“মাইথন ও পাঞ্চেত জলাধারগুলির জল ধারণ যে ক্ষমতা রয়েছে তাতে জল ধরে রাখতে সক্ষম এই জলাধার গুলি। তারপরেও কেন লাগাতার জল ছাড়া হচ্ছে।” প্রশ্ন তুলে পর পর ইমেইল ডিভিসিকে সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার (west division)-এর।
আরও পড়ুন: ছাত্রছাত্রীদের জন্য ৭৫,০০০ টাকার স্কলারশিপ, কী কী সুবিধা? কারা পাবেন? সময় থাকতে আবেদন করুন
advertisement
নবান্নের নির্দেশে পরপর ইমেইল ডিভিসিকে। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে পরপর ইমেইল ডিভিসিকে রাজ্যের। “ডিভিসির জলাধারগুলি থেকে জল ছাড়ার দরুণ যা যা ক্ষতি হবে তার দায় নিতে হবে ডিভিসিকেই।” ইমেইলে উল্লেখ করেছে রাজ্য।
আরও পড়ুন: রাজ্য সরকারের ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের সময়সীমা বাড়ল, কারা আবেদন করতে পারবেন? বিশদে জানুন
ডিভিসির জলধারগুলি থেকে গত ২৪ ঘণ্টায় জল ছাড়ার পরিমাণ বাড়ার জেরে হুগলি-সহ একাধিক এলাকার নতুন করে প্লাবিত হতে শুরু করেছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়