লাগাতার বৃষ্টিতে দামোদরের নিচু এলাকা ইতিমধ্যেই প্লাবিত হচ্ছে। বৃষ্টির দরুন নদীগুলির জল স্তর বাড়ছে। এরপর ডিভিসি পরিকল্পনা করে না জল ছাড়লে তাহলে রাজ্যের একাধিক জেলার উপর প্রভাব পড়বে। তাই নির্দিষ্ট পরিকল্পনা করে ডিভিসি জল ছাড়ুক। রাজ্যের প্রতিবাদ চিঠিতে এমনটাই উল্লেখ করা হয়েছে ডিভিসিকে।
advertisement
গত ২৪ ঘণ্টায় ইতিমধ্যে ৪৯০০০ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এবার ফের ছাড়ল ৫৫ কিউসেক জল। আগামী তিন- চার দিন ঝাড়খণ্ড, বিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে এইভাবে ডিভিসি পরিকল্পনা না করে জল ছাড়তে থাকলে বাঁকুড়া, হুগলির একাধিক এলাকায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলেই আশঙ্কা নবান্নের।
তাই প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়ার পাশাপাশি পরিকল্পনা করে জল ছাড়ার অনুরোধ রাজ্যের।
চলতি বর্ষার সময় এখনও পর্যন্ত ডিভিসিকে রাজ্যের তরফে চারবার প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হল বলেই নবান্ন সূত্রে খবর।