জল ছাড়ার আগে রাজ্যের সঙ্গে পরামর্শ করার জন্য ডিভিসি কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠান মুখ্য সচিব। অন্যদিকে ডিভিসির তরফে জানানো হয়েছে সেচ দফতর ও রাজ্যের সঙ্গে সমন্বয়ে রেখেই জল ছাড়া হবে। না জানিয়ে জল ছাড়া হবে না।
আরও পড়ুন: নৈশভোজে যাওয়ার জন্য জোরাজুরি ট্রাম্পের, না বলে কেন ফিরে এলেন? ওড়িশায় ফাঁস করলেন মোদি
advertisement
ডিভিসি অবশ্য জানিয়েছে রাজ্যের সঙ্গে আলোচনা করেই জল ছাড়া হয়েছে। প্রসঙ্গত, নিম্নচাপ সরে গিয়েছে ঝাড়খণ্ডে। উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছিল। দিন দুয়েক আগে দক্ষিণবঙ্গেও ঢুকে পড়েছে বর্ষা। একই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তবে বর্তমানে নিম্নচাপটি ঝাড়খণ্ডে সরে গিয়েছে। যদিও নিম্নচাপের প্রভাবে দু’-তিন দিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি হচ্ছে, কোথাও আবার ঝমঝমিয়ে চলছে বর্ষণধারা। রোদের তেজ নেই। আগামী দু’দিন গোটা বাংলায় একই আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে রবিবার থেকে আবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।