জানা গিয়েছে, দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডের পরেপরেই এলাকা ছেড়ে চেন্নাই চলে গেছিল বারাসত আক্রমপুরের ব্যবসায়ী নজরুল। সেই সঙ্গে মজুত রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি ও বিস্ফোরক ট্রাকে ট্রাকে ভরে বাইরে পাঠিয়ে দেওয়ারও চেষ্টা করছিল সে। বৃহস্পতিবার সে কলকাতায় ফেরার কথা ছিল।তখনই বিমানবন্দরের বাইরে তাকে গ্রেফতার করা হয়।
advertisement
আরও পড়ুন, হাতে আর ১ দিন, অবস্থান বদলাচ্ছে শুক্রের, টাকার-সুখের ‘বৃষ্টি’ হবে ৫ রাশিতে
আরও পড়ুন, বাংলাতে ইন্ডিয়া জোট? সীতারাম বললেন, ‘আমরা সবাই এক, রাজ্যভিত্তিক আসন সমঝোতা হবে’
গত ২৯শে আগস্ট এরকমই পাঁচটি ট্রাক আটক করে এসটিএফ, গ্রেফতার হয় দুইজন। তদন্তে নেমে এসটিএফ এর কছে উঠে আসে নজরুলের বিষয়ে বিভিন্ন তথ্য। আপাতত ধৃত নজরুলকে রিমান্ডে নিয়ে চলবে তদন্ত। বিস্ফোরণে নিহত কেরামতদের সঙ্গে নজরুলের সম্পর্ক, যৌথ কারবারী ছিল কিনা ? বিস্ফোরক কোথা থেকে আসত? তৈরি হওয়ার পর কোথায় পাঠানো হত? মুর্শিদাবাদ ছাড়াও আরও অন্য কোনও জায়গায় লিঙ্ক রয়েছে কিনা, তা জানার চেষ্টা করছে এসটিএফ