তৃণমূল সূত্রের খবর সেপ্টেম্বর মাসের ৪ তারিখ 'বাংলার দুগ্গা' নামক একটি দুর্গাপূজা কমিটি কলকাতা শহরের বুকে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছে। এই সংস্থার প্রেসিডেন্ট স্বয়ং রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এ প্রসঙ্গে তিনি বলেন, "বাংলার দুগ্গা যে কোনো কিছুই করতে পারে তাই আমরা এবার ফুটবল প্রদর্শনীর আয়োজন করছি যেখানে আটটি দল অংশগ্রহণ করবে। আমাদের দুর্গা রাঁধতে পারে, শিক্ষা দিতে পারে, প্রয়োজনে অসুর দমন করতে পারে আমরা সেটাই দেখাতে চাই। আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, যিনি অসুর দমন করেছেন। এই নির্বাচনে তাই খেলা হবে আমাদের অন্যতম হাতিয়ার।"
advertisement
রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, খেলা হবে- এই ছোট্ট স্লোগানে যে ছন্দ রয়েছে দুর্গাপুজাোর ছন্দের সঙ্গে সেই ছন্দকেই মিশিয়ে দিতে চাইছে তৃনমূল। পাশাপাশি, এই ফুটবল ম্যাচে এক নতুন স্লোগান শোনা যেতে পারে- 'অটুট আছে মনোবল, দুর্গাদের পায়ে ফুটবল।'
উদ্যোক্তাদের অভিযোগ পুরুষরা দুর্গাপূজা আয়োজন করলে তারা যত ভালো সাড়া পায়, মহিলাদের ক্ষেত্রে তেমনটা হয় না। সেই কারণেই খেলা হবের হাত ধরছে তারা।