আগামী ১১ দিন ১৪টি রুটে চলাচল করবে বাস। যে সব রুটে রাতের বাস মিলবে তা হল, হাওড়া স্টেশন থেকে বিমানবন্দর, ব্যারাকপুর, বারাসত, কামালগাজি, গড়িয়া, জোকা, বালিগঞ্জ, ডানলপ। হাওড়া স্টেশন থেকে চলবে করুণাময়ী, শ্যামবাজার-বারাসত, বেলগাছিয়া থেকে এসপ্ল্যানেড, হাওড়া স্টেশন থেকে নিউটাউন মোট ১৪টি রুটে এই নাইট সার্ভিস অন থাকবে।
আরও পড়ুন-পুজোর পরই বড় ভাঙন? ফিরহাদের 'অ্যাপ্লিকেশন' মন্তব্যে তোলপাড় BJP-র অন্দরমহল!
advertisement
আগে এই সব রুটে দুটো বা তিনটে ট্রিপে বাস চলত। সিদ্ধান্ত হয়েছে সেই ট্রিপের সংখ্যা বাড়ানো হবে। অর্থাৎ আরও বেশি করে বাস চলবে। রবিবার পঞ্চমীতে ভিড় অনেকটাই বাড়বে বলে মত পরিবহণ দফতরের আধিকারিকদের। সেই হিসেবে আগামী কাল ষষ্ঠী থেকে বাসের সংখ্যা বাড়ানো হবে। এখন নাইট কারফিউ নেই। ফলে দশমীর পরেও ভিড় পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
চলতি বছরে ভোর রাত অবধি মেট্রো পরিষেবা নেই৷ আবার মধ্যরাত অবধি মেট্রো পরিষেবা মিললেও, টোকেনে মেট্রো চড়া যাবে না। মেট্রো চড়তে গেলে স্মার্ট কার্ড থাকতে হবে। তাই রাতের বাসে যাত্রী মিলবে বলে মত পরিবহণ দফতরের। তবে সারা রাত লোকাল ট্রেন নেই চলতি বছরে। তাই হাওড়া স্টেশন থেকে কত যাত্রী মধ্য রাতের পরে যাতায়াত করবে সেটাই দেখার।সরকারি বাসের পাশাপাশি, রাস্তায় রাতে থাকবে বেসরকারি বাস। একাধিক বেসরকারি বাসের মালিক এই বাস চালাতে আগ্রহী।
এছাড়া অটো থাকবে বেশ কিছু রুটে। ট্যাক্সি পাওয়া যাবে। অনলাইন ক্যাব যাতে চাহিদা বুঝে ভাড়া বাড়িয়ে না নেয়। সেদিকে নজর রাখছে রাজ্য পরিবহণ দফতর। সব মিলিয়ে গণ পরিবহণ সচল রাখতে চায় রাজ্য সরকার।