পুজোর মিছিলে অন্য রূপে দেখা দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে নিয়ে ধুনুচি নাচে যোগ দিলেন তিনি। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনে তখন একে একে এসে হাজির হচ্ছেন নেতা-মন্ত্রী-সাংসদরা। সেখানেই চন্দ্রিমা ভট্টাচার্য, কৃষ্ণা চক্রবর্তী-সহ অনেকেই৷ আর সেখানেই দুই রাজনৈতিক সহকর্মীকে দেখা গেল অন্য মুডে।
আরও পড়ুন: পুজো শুরু আজ থেকেই..., কলকাতাকে রঙিন শোভযাত্রায় রাঙিয়ে ঘোষণা মমতার
advertisement
কৃষ্ণা চক্রবর্তী বলেন, "চন্দ্রিমা দি আমার সিনিয়র। আমরা অবশ্যই রাজনৈতিক কর্মী। তবে আজ আমরা একেবারেই অন্য পরিচয়ে এখানে এসেছি।"
চন্দ্রিমা ভট্টাচার্য নিজেও যুক্ত দীর্ঘদিন ধরে পুজোর সঙ্গে। তিনি বলেন "আজ আমার আসা মন্ত্রী হিসাবে বা রাজনৈতিক দলের নেত্রী হিসাবে নয়। আমি এসেছি পুজো উদ্যোক্তা হয়েই। আমরা এই রঙীন শোভাযাত্রা আন্তরিকভাবে খুশি। আরও খুশি পা মেলাতে পেরে। "মমতাই সারা বিশ্বের কাছে এই গ্রহণযোগ্যতা তৈরি করে দিয়েছেন", বার্তা চন্দ্রিমার।