এই বছর বিভিন্ন পুজো কমিটিগুলোকে অনুদান বৃদ্ধি নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে বলেন, ‘‘ওঁরা ওঁদের কাজ করছে। তবে পয়লা সেপ্টেম্বর ইউনেস্কোকে এই বছর বাংলার দুর্গাপুজোকে আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদজ্ঞাপনের জন্য যে মিছিলের ডাক দেওয়া হয়েছে, তা ঐতিহাসিক হবে’’- এই কথা বলে দাবি করেন বিদ্যুৎ,ক্রীড়া, যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস।
advertisement
আরও পড়ুন - Weather Update: সকাল থেকেই তুমুল বৃষ্টি, সারাদিনে বারবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, রইল ওয়েদার আপডেট
যদিও বিরোধীরা প্রশ্ন তুলেছে পূজা কমিটি গুলোকে অনুদান না দিয়ে মানুষের উন্নতিতে টাকা ঢালতে পারতো সরকার। এই বছর ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি জানান, বিদ্যুৎ বিলেও মিলবে ছাড়। সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়ার অনুরোধও জানান তিনি। এর আগের দু’বছর মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল, করোনার জন্য যে অর্থনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে,তারজন্য যাতে সুষ্ঠু ভাবে পুজো করা যায়, সে জন্য পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। আর এই ঘোষণার পরই রাজ্যের বিরোধী দলগুলি সরকারের সমালোচনায় সরব হয়েছে।
আরও পড়ুন - ‘‘ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পে মূলধারায় রাজনীতির চেয়ে বেশি রাজনীতি দেখতে পাই’’-পন্ডিত দেবজ্যোতি বসু
মঙ্গলবার বিকেল থেকেই পূর্বাচল এলাকায় উৎসবের বাতাবরণ। নাচ, গানে গোটা এলাকা মুখরিত। এই পুজোর এবারের থিম বা বিষয়,' উৎসরণ '। এই পুজো কমিটির পক্ষ থেকে বলা হয়েছে,সবুজ ধংস করে পৃথিবী প্লাস্টিকে মুড়ে ফেলে মানব সভ্যতা যেভাবে ক্রমশ বিশ্ব ঊষ্ণায়ন বাড়িয়ে চলেছে,তার ফলে অদূর ভবিষ্যতেই জলপ্লাবন মেদিনী গ্রাস করবে। অন্তত সেরকমই বিজ্ঞানীদের আশঙ্কা।
তাই পূর্বাচল শক্তি সংঘ সবুজায়নের অঙ্গীকার নিয়ে ২০২২ -র দুর্গোৎসবে মেতেছে। শক্তি সংঘের পক্ষে বলা হয়েছে,এসো...'সবুজে আবার মুড়ে ফেলো দেশমুছে ফেলো সব গ্লানি অবশেষডানা মেলে দিক ফিনিক্স দোয়েলভরে দিক গানে সুরেলা কোয়েলখাণ্ডব বন নব অবয়বে দু হাত বাড়ায়ে ডাকে।" বিখ্যাত সিনেমাটোগ্রাফার প্রেমেন্দ্র বিকাশ চাকি এই পুজোর আলোক সম্পাদনা করেছেন। দুর্গা প্রতিমা এখানকার মন্ডপেই প্রায় সম্পূর্ণ হয়ে উঠেছে। এদিন ১০ জন মহিলা ঢাকির ঢাক বাদনে এলাকা মুখরিত হয়ে ওঠে।
ABHIJIT CHANDA