TRENDING:

মাতৃ আরাধনায় জমজমাট শোভাবাজার রাজবাড়ি

Last Updated:

বনেদি হলেও এই পুজো এখন সবার। শোভাবাজার রাজবাড়ির ঐতিহ্য চিরকালীন। দু'শো একষট্টি বছরের পুজোয় উপাচারের খামতি নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বনেদি হলেও এই পুজো এখন সবার। শোভাবাজার রাজবাড়ির ঐতিহ্য চিরকালীন। দু'শো একষট্টি বছরের পুজোয় উপাচারের খামতি নেই। সপ্তমীর সকালে নবপত্রিকা স্নান থেকে বিকেলের মিঠাইভোগ। বাড়ির সদস্যরা থেকে আমজনতা অংশ নিলেন সকলেই। ষোড়শ উপাচারে জমে গিয়েছিল শীলবাড়ির সপ্তমীপুজোও।
advertisement

সপ্তমীর সকালের আলো ফোটার অপেক্ষা ছিল। বনেদিয়ানার গন্ধ মাখা শোভাবাজার রাজবাড়িও তৈরি ছিল। দু'শো একষট্টি বছরের পুজোয় প্রথা মেনেই বসেছিল নহবত। সানাই-নহবতের সুরের মূর্চ্ছনায় জমে উঠেছিল বনেদি রাজবাড়ি।

নবপত্রিকা স্নান দিয়ে শুরু। এরপর সমস্ত উপাচার মেনেই সপ্তমীর

দুর্গা মায়ের সামনে বলির নিয়মেও আছে বৈচিত্র।

শোভাবাজার রাজবাড়িতে অন্নভোগ হয় না। মাখন-মিছরি দিয়ে সন্ধেবেলায় মিঠাই ভোগ দেওয়া হয় মা দুর্গাকে। সকাল থেকেই রাজবাড়িতে মিষ্টি তৈরির ব্যস্ততা ছিল তুঙ্গে।

advertisement

ঐতিহ্য-ইতিহাস আর বনেদিয়ানা তো চিরকালীন। সঙ্গে মাতৃ আরাধনা। উপাচারের কড়াকড়ি। শোভাবাজার রাজবাড়ির সপ্তমী ছিল জমজমাট।

উত্তর কলকাতার বনেদিয়ানা। শীলবাড়ির আনাচে কানাচে সেই গন্ধ। মহাসপ্তমীর পুজোয় এখানেও ঠাসা নিয়ম।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

১৬২ বছরের শীলবাড়ির পুজো। বাড়ির সদস্যদের জন্যও প্রথা মেনে বিভিন্ন নিয়মের ঘেরাটোপ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
মাতৃ আরাধনায় জমজমাট শোভাবাজার রাজবাড়ি