এবছর পুজোর জৌলুস অন্যবারের তুলনায় অনেকটাই বেশি, কারণ ইউনেস্কো দুর্গা পুজোকে হেরিটেজ তকমা দেওয়ার পর এবছরই প্রথম কার্নিভাল হতে চলেছে। ২০১৯ এর পরে ২০২১ এর এই কার্নিভাল দেখার জন্য মানুষের আগ্রহ চূড়ান্ত। শনিবার বিকেল চারটে থেকে শুরু হবে কার্নিভাল। প্রায় ৩ ঘণ্টা ধরে কার্নিভাল চলতে পারে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। কলকাতা ও আশপাশের বিভিন্ন জায়গা থেকে মোট ১০০ টি পুজো কমিটির প্রতিমা আসবে কার্নিভালে।
advertisement
আরও পড়ুন - Knowledge Story: ঘড়ি কিনতে গেলেই কেন 10:10ই দেখায়!
এই ১০০ পুজো কমিটি রাজ্য সরকারের ২০২২ সালের বিশ্ববঙ্গ শারদ সম্মানের বিভিন্ন বিভাগে পুরস্কার জিতে নিয়েছে। রেড রোড ধরে প্রতিমাগুলি এগিয়ে যাবে মূল মঞ্চের সামনে। আর সেই সময়ে ওই সব পুজোর সঙ্গে তাল মিলিয়ে বাজতে থাকবে থিম সং। নিজেদের উদ্যোগেই বিভিন্ন পুজোর উদ্যোক্তারা প্রতিমার সঙ্গে সুসজ্জিত ট্যাবলোর ব্যবস্থা করেছেন। আগেও যেমন বর্ণাঢ্য অনুষ্ঠান দেখা গিয়েছে, এবারও তেমনটাই দেখা যাবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানের শুরুতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সরকারি উদ্যোগে সেই অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। এই অনুষ্ঠানে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের ট্রুপ থাকছে।
যেহেতু ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ হিউম্যানিটির বা আবহমান ঐতিহ্যে তালিকায় দুর্গা পুজোর নাম ওঠার পর এবারই প্রথম কার্নিভাল হচ্ছে, তাই অংশগ্রহণকারী পুজো কমিটির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০১৯ সালে শেষবার কার্নিভাল হয়। সেবার ৭৫ টি প্রতিমা প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এবার তা বাড়িয়ে ১০০ করা হয়েছে।
রেড রোডের দু দিকে প্যান্ডেল বাঁধা হয়েছে। সেখানেই দর্শক বসে দেখবে। এর সঙ্গে থাকছে বিশেষ আলোকসজ্জা। জানা যাচ্ছে, ইউনেস্কোর সৌজন্য এবার বিদেশি পর্যটকদের উপস্থিতি থাকবে চোখে পড়ার মতো। সেই সব পর্যটকদের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছে রাজ্যের পর্যটন দফতরের তরফে। অনুষ্ঠান মঞ্চে থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিদের। থাকবেন একাধিক বিশিষ্ট ব্যক্তি।
ABIR GHOSHAL