মণ্ডপের কাঠামো লোহার। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এসেছেন মণ্ডপ তৈরির কাজে। চলছে রাত দিনের পরিশ্রম। পুজো উদ্যোক্তারও টগবগিয়ে ফুটছেন ১০০ বছরের উত্তেজনায়। ষষ্ঠীতলার এবারের সবথেকে বড় চমক বিসর্জনের কার্নিভ্যালে। উদ্যোক্তা সৌরভ চট্টোপাধ্যায় এবং মণীশ দাশগুপ্তের দাবি, এমন কার্নিভ্যাল একক উদ্যোগে এর আগে দেখেনি বাংলা। বিসর্জনের হাওড়ার রাস্তায় হাঁটবে ভারতবর্ষ।
advertisement
আরও পড়ুন– পুজোর মুখেও আবহাওয়া নিয়ে স্বস্তি নেই, বৃষ্টি চলবে, উইকেন্ডে কী পূর্বাভাস? জেনে নিন
দেশের বিভিন্ন রাজ্যের কৃষ্টি-সংস্কৃতির কোলাজ ফুটে উঠবে কার্নিভ্যালে। নাচ-গান, ট্যাবলোয় ভরা পদযাত্রার দৈর্ঘ্য হবে প্রায় ২ থেকে ৩ কিলোমিটার। মুম্বই, রাজস্থান থেকে আসছে চমকদার টিম। স্বাধীনতার আগে জন্ম নেওয়া এই ক্লাবের অন্দরে জড়িয়ে আছে নানা ইতিহাস। যুদ্ধের ইতিহাস। জোট বেঁধে লড়াইয়ের গল্প। ষষ্টীতলার ঘরে ঘরে এখন আগমনীর প্রতীক্ষা। সব ঘরেই উমা বন্দনার প্রস্তুতি চলছে।