আরও পড়ুনঃ বিজয়া দশমী থেকেই দিন গোনা শুরু ২০২৪-এর দুর্গাপুজোর! ২০২৪-এর দুর্গাপুজোর দিনক্ষণ জানুন এক ক্লিকই
তবে, এই পুজো নিয়ে বারবার বিতর্কও হয়েছে। বাঁধভাঙা ভিড়। আর সেই ভিড়ের চাপেই সন্তোষ মিত্র স্কয়্যারে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিল পুলিশ৷ এমনই দাবি করেছেন সন্তোষ মিত্র স্কয়্যারের প্রধান কর্মকর্তা তথা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ৷ তাঁর অভিযোগ, পুজো কমিটির সঙ্গে কোনও কথা না বলেই বিকেল থেকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সন্তোষ মিত্র স্কয়্যারের মণ্ডপে দর্শনার্থীদের ঢুকতে দিচ্ছে না পুলিশ।
advertisement
রীতিমত, সব বাঁধা উপেক্ষা করেই ঠাকুর দেখেছে দর্শনার্থীরা। তবে, বহু মানুষ যাঁরা ঠাকুর দেখতে পারেননি তাঁদের জন্য সুখবর। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটির সম্পাদক ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, ‘২৬ অক্টোবর দ্বাদশী অবধি আমাদের পুজো মণ্ডপ খোলা রয়েছে। দ্বাদশী অবধি দর্শনার্থীরা মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে পারবেন। দ্বাদশীর দিনই আমরা প্রতিমা বিসর্জন দেব।’