আরও পড়ুনঃ জন্মদিনে মেট্রোসফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, হাসি-আড্ডায় মিশে গেলেন সাধারণের ভিড়ে
যদিও সাধারণ মানুষের জন্য এই সুবিধা নয়। সূত্রের খবর, এবার পুজো দেখার জন্য বিদেশ থেকে ব্রিটিশ কাউন্সিল ও ইউনেস্কোর টিম আসছে কলকাতায়। আসছেন বেশ কিছু বিদেশি পর্যটকও। তাঁদের জন্যই ১১ অক্টোবর থেকে পুজো মুডে চলে যাবে তিলোত্তমা। বিদেশি পর্যটকদের জন্য গেট খুলে যাবে মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণীর, মন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘের, মেয়র পরিষদ অতীন ঘোষের হাতিবাগান সর্বজনীন, সমাজসেবী সংঘের মতো বিখ্যাত সব পুজো। ইতিমধ্যেই, একাধিক পুজো কমিটির গেটে ঝুলছে পোস্টার-ব্যানার। তাতেই সাফ লেখা, এবার পুজো এগারো থেকেই।
advertisement
কোভিডের পর থেকেই মহালয়ার আগে পরে শহরের একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। মহালয়া থেকেই রাস্তায় নেমেছে মানুষের ঢল। গতবছর, ইউনেসকোর কালচালার হেরিটেজের তকমা পাওয়ার পর এবছর উদ্দীপনা দ্বিগুণ হয়েছে মানুষের মনে। যদিও সাধারণ মানুষের জন্য ১১ অক্টোবর খুলছে না দরজা, তবে মহালয়া থেকেই দেবীদর্শন করা যাবে বহু মন্ডপে।