TRENDING:

Anis Khan: আনিস খানের পরিবারকে পাশে নিয়ে চাইল ‘ইনসাফ’, ফের ব্রিগেডের প্রস্তুতি বাম শিবিরে

Last Updated:

আর কয়েক মাস পরে লোকসভা নির্বাচন তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সিপিএম। লোকসভা নির্বাচনকে সামনে রেখে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে দলের যুব সংগঠন ডিওয়াইএফআই। তাই এখন থেকেই সেই সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছেন সংগঠনের নেতৃত্ব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর মুখপাত্র যুবশক্তি পত্রিকার শারদ সংখ্যার উদ্বোধন হল মঙ্গলবার। আর সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এলেন আনিস খানের পরিবারের সদস্যেরা। এই অনুষ্ঠানে সংগঠনের ব্রিগেড সমাবেশের লোগোও উদ্বোধন করা হল।
advertisement

এই বিষয়ে পত্রিকার সম্পাদক কলতান দাশগুপ্ত বলেন, “আমাদের যে ইনসাফ যাত্রা হচ্ছে, তাতে একদিকে যেমন আমরা বেকার ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না এই যন্ত্রণার বিরুদ্ধে ইনসাফ চাইছি। আবার যাঁরা এই কাজের লড়াই করতে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহিদ হলেন, সেই ঘটনারও ইনসাফ আমরা চাইছি আমরা। আনিস খানও ইনসাফ পাননি, মইদুল মিদ্দাও ইনসাফ পাননি। এই যে পঞ্চায়েতে যারা শহিদ হল, তাঁরাও ইনসাফ পাননি। আবার কলকাতা রাস্তায় যাঁরা দিনের পর দিন বসে আছেন কাজের দাবিতে তাঁরাও ইনসাফ পাননি। তাঁদের এই ইনসাফের জন্য আমরা লড়াই করছি। সেই লড়াইয়ের গাথা, সেই লড়াইয়ের খবর আমাদের পত্রিকায় থাকছে। আর এই লড়াইয়ের জন্য যাঁরা শহিদ হল তাঁদের পরিবারকে আমরা এর সঙ্গে জুড়ে নিচ্ছি।”

advertisement

আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকার বিনিময়ে দেদার চলত পাসপোর্টের ‘ব্যবসা’! জাল ছড়িয়ে এই কলকাতাতেও, ফাঁস লেনদেন

আনিস খানের মৃত্যুর পর থেকেই তা নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে সিপিএমের ছাত্র যুব সংগঠন। কলকাতার পাশাপাশি সারা রাজ্য জুড়েই এই আন্দোলন চালিয়ে গিয়েছেন তাঁরা। এই আন্দোলনের ফলে কার্যত রাজ্য রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া সিপিএম ফের মাথা চারা দিতে শুরু করে। বেশ কয়েকটি নির্বাচনে সেই আন্দোলনের প্রভাব পড়তে থাকে। তাই এই রেশ আগামী দিনেও কাজে লাগাতে চায় আলিমুদ্দিন স্ট্রিট।

advertisement

আর কয়েক মাস পরে লোকসভা নির্বাচন তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সিপিএম। লোকসভা নির্বাচনকে সামনে রেখে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে দলের যুব সংগঠন ডিওয়াইএফআই। তাই এখন থেকেই সেই সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছেন সংগঠনের নেতৃত্ব।

আরও পড়ুন: ৬ বছরের বাচ্চাকে ২৬ বার এলোপাথাড়ি কোপ! গলা টিপে খুনের চেষ্টা মা-কেও, আরও ছড়াল হামাস-ইজরায়েল যুদ্ধের হিংসা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের মধ্যে থাকলেও রাজ্যের শাসকদলের বিরুদ্ধেও লড়াই করবে দল। ইতিমধ্যেই নেতৃত্ব সেই কথা জানিয়েও দিয়েছে। তবে শুধু লড়াই নয় সাফল্যের মুখ দেখতে মরিয়া সিপিএম। না হলে জোটের মধ্যে থেকেও গুরুত্ব হারাবে দল। তাই সেই সাফল্য পেতে এবার দল ছাত্র যুব সংগঠনের উপর ভরসা রাখছে সিপিএম৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anis Khan: আনিস খানের পরিবারকে পাশে নিয়ে চাইল ‘ইনসাফ’, ফের ব্রিগেডের প্রস্তুতি বাম শিবিরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল