খুঁটিপুজো শুরু দিকে দিকে। বাংলা জুড়ে দুর্গাপুজোর প্রস্তুতি নিতে শুরু করেছে পুজো কমিটিগুলি। জুলাই মাস পড়েছে। পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও তো করতে হবে। তার আগে জানতে হবে এই বছর দুর্গাপুজোর নির্ঘণ্ট। কবে থেকে পুজো শুরু, কবে পড়ছে মহালয়া, কবে পড়ছে মহাষষ্ঠী? দেখে নিন তালিকা।
আরও পড়ুন: টয়লেটে এক চামচ নুন ফেলে দিলে কী হয় জানেন? এই চূড়ান্ত রহস্য জানলে মাথা ঘুরে যাবে!
advertisement
বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা অনুযায়ী, দুর্গাপুজো ২০২৩-এর নির্ঘণ্ট- এবার মহালয়া পড়েছে আগামী ১৪ অক্টোবর, ২৬ শ্রাবণ। মহাষষ্ঠী পড়ছে আগামী ২০ অক্টোবর, ২ কার্ত্তিক, শুক্রবার। মহাসপ্তমী পড়ছে আগামী ২১ অক্টোবর, ৩ কার্ত্তিক, শনিবার। মহাষ্টমী পড়ছে আগামী ২২ অক্টোবর, ৪ কার্ত্তিক, রবিবার। সন্ধিপুজো সন্ধ্যা ৪.৫৪-তে শুরু। শেষ রাত ৫:৪২-এর মধ্যে।
আরও পড়ুন: যখন-তখন ওজন মাপছেন? ভুল করছেন, জানুন দিনের কোন সময় সঠিক ওজন বলে
সন্ধ্যা ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু। সন্ধ্যা ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান। রাত ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি। মহানবমী পড়ছে আগামী ২৩ অক্টোবর, ৫ কার্ত্তিক, সোমবার। বিজয়া দশমী পড়ছে আগামী ২৪ অক্টোবর, ৬ কার্ত্তিক, মঙ্গলবার। পঞ্জিকা মতে এ বছর দশভুজার আগমন ও গমন দুই-ই ঘোটকে বা ঘোড়ায়। এবার কেবল অপেক্ষা ঢাকের শব্দের।