TRENDING:

তৃতীয়ায় তৃতীয় দফায় জেলার ৩০০র ও বেশি পুজো উদ্বোধন, বুধবার ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

Last Updated:

ইউনেস্কোর এই স্বীকৃতিকে মাথায় রেখেই বিভিন্ন জেলায় জেলায় একাধিক পূজা উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অন্যতম নজির হচ্ছে বলে দাবি প্রশাসনিক মহলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এখনও পর্যন্ত দু দফায় রাজ্যজুড়ে ৬৫০ টির ও বেশি পুজোর উদ্বোধন ভার্চুয়ালি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে মহালয়ার দিন চেতলা অগ্রণী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে ২৬৩ টি পুজোর  ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন। দ্বিতীয় দফায় মঙ্গলবার ত্রিধারা সম্মিলনী থেকে ৪০০ টিরও বেশি পুজো রাজ্য জুড়ে ভার্চুয়াল উদ্বোধন করেছেন। এবার তৃতীয় দফায় আলিপুর বডিগার্ড লাইন থেকে ৩০০ টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যেই তার প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে নবান্ন। দুপুর আড়াইটা থেকে তিনটের মধ্যে এই পুজো গুলোর ভার্চুয়াল উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী।
Mamata Banerjee will be inagaurating  more than 300 puja pandals on tritiya
Mamata Banerjee will be inagaurating more than 300 puja pandals on tritiya
advertisement

মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। পাশাপাশি বিভিন্ন জেলার জেলাশাসক পুলিশ সুপারদের উপস্থিত থাকার পাশাপাশি বেশিরভাগ পুজো মন্ডপে সরকারি আধিকারিকদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে। এর সঙ্গে যে পুজো মন্ডপ গুলির আনুষ্ঠানিক উদ্বোধন মুখ্যমন্ত্রী করবেন সেখানে যাতে ঢাকীদের রাখার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় সে বিষয়েও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা গেছে।

advertisement

আরও পড়ুন -  পুজোর আগে খুশির উপহার, মহিলাদের স্বনির্ভর করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিলি হল মুরগির বাচ্চা,কোথায়?

প্রসঙ্গত মহালয়ার পর পরই বিভিন্ন জেলাগুলির কাছে নির্দেশিকা পাঠানো হয় প্রত্যেকটি জেলা থেকে যাতে অন্তত ৩০ টি করে পুজোর তালিকা পাঠানো হয়। সেই মতো সোমবারের মধ্যেই সেই তালিকা এসে পৌঁছায় নবান্নে। নবান্ন সূত্রে খবর মোটের উপর প্রায় ৭০০ এর কাছাকাছি পুজো তালিকা এসে পৌঁছেছে। যার মধ্যে মঙ্গলবার সন্ধ্যেবেলায় ৪০০ টেরও বেশি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ মোট আবেদনের দুই-তৃতীয়াংশ পুজোর উদ্বোধন আজ করবেন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি। আজ অর্থাৎ বুধবার বাকি এক তৃতীয়াংশ অর্থাৎ প্রায় ৩০০টির কাছাকাছি পুজো উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। বুধবার এই পুজো গুলির আনুষ্ঠানিক উদ্বোধন ভার্চুয়ালি করবেন আলিপুর বডিগার্ড লাইন থেকে বলেই নবান্ন সূত্রে খবর।

advertisement

বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ আলিপুর বডিগার্ড লাইন থেকে বিভিন্ন জেলার এই পুজো গুলির ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বুধবার দক্ষিণ কলকাতার ১৩ টি পুজো মন্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী র। যার মধ্যে ভবানীপুর বিধানসভা এলাকার একাধিক পুজো মন্ডপ রয়েছে।অন্যদিকে বৃহস্পতি বার কলকাতার কয়েকটি পুজো মন্ডপের ও উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। সাম্প্রতিক সময়ে রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী এর হাত ধরে এতগুলো পুজো উদ্বোধনের  নজির কার্যত নেই বলেই দাবি করছেন প্রশাসনিক আধিকারিকরা। একাংশ অবশ্য দাবি করছেন পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়াতেও এটা একটা অন্যতম পদক্ষেপ।

advertisement

তবে বিশেষজ্ঞ মহল মনে করছে ইউনেস্কো এবারের বাংলা দুর্গা পুজোকে বিশেষ স্বীকৃতি দিয়েছে। গত ১লা সেপ্টেম্বর সেই স্বীকৃতিকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে রেড রোড পর্যন্ত বিশেষ শোভাযাত্রা করেছেন। শুধু তাই নয়, ইউনেস্কোর প্রতিনিধিদেরও বিশেষ সম্মান জানিয়েছে রাজ্য। ইউনেস্কোর এই স্বীকৃতিকে মাথায় রেখেই বিভিন্ন জেলায় জেলায় একাধিক পূজা উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অন্যতম নজির হচ্ছে বলে দাবি প্রশাসনিক মহলের। আগামী ৮ অক্টোবর রেড রোডে হবে পুজো নিয়ে কার্নিভাল। তার আগের দিন বিভিন্ন জেলায় জেলায়ও পুজো নিয়ে হবে কার্নিভাল। ইতিমধ্যেই তার প্রস্তুতি ও কার্যত চূড়ান্ত করে ফেলেছে নবান্নের শীর্ষ মহল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

SOMRAJ BANDOPADHYAY

বাংলা খবর/ খবর/কলকাতা/
তৃতীয়ায় তৃতীয় দফায় জেলার ৩০০র ও বেশি পুজো উদ্বোধন, বুধবার ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল