TRENDING:

Durga Puja 2022: বাংলার রেকর্ড, পুজোয় ব্যবসার পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি! বিরাট সাফল্য

Last Updated:

Durga Puja 2022: পুজোকে সামনে রেখে মণ্ডপ সজ্জা, প্রতিমা তৈরি, খাবারদাবারের বিকিকিনি, বিভিন্ন ট্যুর প্ল্যান ও বিজ্ঞাপন – এসবের মাধ্যমেই আয় বাড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ইউনেস্কোর হাত ধরে এবার দুর্গাপুজোয় লক্ষ্মী এসেছে বাংলার ঘরে। উপচে পড়েছে বাণিজ্য। আইআইটি খড়গপুর, ব্রিটিশ কাউন্সিল ও ইংল্যান্ডের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের যৌথ এক সমীক্ষা অনুযায়ী, ২০১৯ সালের তুলনায় ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থনীতি। তা এসেছে বিশেষত পুজোর বিজ্ঞাপন থেকে। পুজোকে সামনে রেখে মণ্ডপ সজ্জা, প্রতিমা তৈরি, খাবারদাবারের বিকিকিনি, বিভিন্ন ট্যুর প্ল্যান ও বিজ্ঞাপন – এসবের মাধ্যমেই আয় বাড়ে। এবছর সেই ফর্মুলাতেই উপচে পড়েছে এই রাজ্যের কোষাগার।
রেকর্ড ব্যবসা বাংলায়
রেকর্ড ব্যবসা বাংলায়
advertisement

এই কয়েকদিনে দুর্গাপুজোকে সামনে রেখে ৫০ হাজার কোটি টাকা আয় হয়েছে এখনও পর্যন্ত। যে পরিসংখ্যান বেশ প্রশংসনীয় বলেই মনে করছে শিল্পের মহল।ফোরাম ফর দুর্গোৎসবের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবছর দুর্গাপুজোকে ইউনেস্কোর তরফে কালচারাল হেরিটেজের বিশেষ স্বীকৃতি দানের জন্যই লক্ষ্মীলাভ। অন্যতম পুজো উদ্যোক্তা শাশ্বত দাস জানিয়েছেন, ”দুর্গাপুজোকে বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার জন্য এবছরের কোনও ক্ষেত্রে ঘাটতি হয়নি কোনও। বিশেষত বিজ্ঞাপন সংস্থাগুলির কাছ থেকে বেশ সাহায্য পাওয়া গিয়েছে। ”

advertisement

আরও পড়ুন: আরও কয়েক গুণ চাপ বাড়াল সিবিআই, অনুব্রতর সঙ্গে জুড়ে গেল হাওয়ালা-যোগ!

পরিসংখ্যান  বলছে, কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, মালদা সহ মফঃস্বলের একাধিক মলগুলি  কেনাকাটার ভিড় গত কয়েক বছরের তুলনায় রেকর্ড গড়েছে। এছাড়া মফঃস্বলের একাধিক ছোট-বড় দোকান যে ব্যবসা করেছে তা গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি। তাছাড়া হোটেল-রেস্তরাঁ, আবগারি ক্ষেত্রেও ব্যাপক বেড়েছে ব্যবসা। বৃদ্ধির পরিমাণ ২৫ থেকে ৫০ শতাংশ। রাজ্যের শিল্প মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, "আসলে করোনার ২ বছর দুর্গাপুজোকে ঘিরে সকলের আবেগ থাকলেও ব্যবসা বিস্তারের ঝুঁকি সে অর্থে কেউ দেখাতে পারেননি।

advertisement

আরও পড়ুন: টানা সাড়ে চার ঘণ্টা, কার্নিভালে চমক দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়

সেরা ভিডিও

আরও দেখুন
ভোরে ১১ ডিগ্রিতে কাঁপুনি, ঘন কুয়াশায় রেড অ্যালার্ট, জমিয়ে শীতেই ক্রিসমাস
আরও দেখুন

কিন্তু এবছর করোনার প্রকোপ কম। একই সাথে  ইউনেস্কোর হেরিটেজ তকমা। দেশ-বিদেশের অতিথিদের কাছে পুজো নিয়ে পৌঁছে যাওয়া। যার জেরেই দুর্গাপুজোয় এবছর বঙ্গের কোষাগার ফুলেফেঁপে উঠেছে।" গত দু’বছর ধরে মহামারীর প্রকোপ ম্লান করে দিয়েছিল উৎসবের উদযাপন, আনন্দ গ্রহণকে। ফোরাম ফর দুর্গোৎসবের তরফে তথ্য দিয়ে জানানো হয়েছে, এবছরের দুর্গাপুজোয় বাণিজ্যের অঙ্ক ছুঁয়েছে ৫০ হাজার কোটি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2022: বাংলার রেকর্ড, পুজোয় ব্যবসার পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি! বিরাট সাফল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল