TRENDING:

Fake Medicine: কম বেশি সকলেই খেয়েছে এই প্রেশারের ওষুধ! এবার তাও জাল... আপনার তালিকায় নেই তো?

Last Updated:

গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস এর তৈরি করা ওষুধ, যার ব্যাচ নম্বর 5240367, তা সম্পূর্ণ জাল বলে চিহ্নিত হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নামি কোম্পানির প্রেসারের ওষুধ জাল। ‘গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস’-এর তৈরি করা ওষুধ, যার ব্যাচ নম্বর 5240367, তা সম্পূর্ণ জাল বলে চিহ্নিত হয়েছে। Telma -40 – হাই ব্লাড প্রেসার এবং হার্ট ফেলিওরের ওষুধ। এটিও গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালের তৈরি করা।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

একটি ব্যাচ জাল বলে বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। যে ব্যাচ নম্বরটি জাল করা হয়েছে, তা হল 5240226। এই ওষুধটি আদৌ আসল সংস্থা তৈরি করেনি। অসৎ উদ্দেশ্যে বাজারে আনা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে।এটি হাই ডায়াবেটিক রোগীদের যাদের উচ্চ রক্তচাপ আছে, তাদের জন্য প্রেসক্রাইব করা হয়। বুকে ব্যথা হলেও ব্যবহার করা হয়।

advertisement

আরও পড়ুনঃ কাশ্মীরে শুরু তুমুল অ্যাকশন! বিস্ফোরণে উড়ল পহেলগাঁও হামলার লস্কর জঙ্গির বাড়ি, এবার টার্গেট সরাসরি পাকিস্তান?

কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সি ডি এস সি ও এই পরীক্ষা করে। বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় পাস করতে পারেনি ৯৩টি ওষুধ। এ বছরের জানুয়ারি মাসে এই ওষুধগুলোকে ‘নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ (NSQ) বা সঠিক গুণমানের নয় বলে চিহ্নিত করা হয়েছে কেন্দ্রের তরফে। তার মধ্যে রয়েছে বহুল ব্যবহৃত কিছু ওষুধ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গ্লেনমার্ক হেলথ কেয়ারের অত্যন্ত প্রচলিত রক্তচাপ কমানোর ওষুধ ‘টেলমা এ এম’, অ্যালকেম হেলথ কেয়ারের বমি বন্ধ করার ওষুধ ‘অন্ডেম ৪’। এছাড়াও টনসিল, ব্রংকাইটিস, গলা, কান, প্রস্রাবের সংক্রমণ বন্ধের অ্যান্টিবায়োটিক অ্যালার্জি বন্ধের ওষুধ, কফ সিরাপ রয়েছে। এই ওষুধগুলোর বেশিরভাগ প্রস্তুতকারক গুজরাটের ভদোদারা, আহমেদাবাদ, হিমাচল প্রদেশের বদ্দি, পুদুচেরি, মহারাষ্ট্রের তারাপুর, উত্তরাখণ্ডের রুরকি, হরিদ্বারে অবস্থিত।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Fake Medicine: কম বেশি সকলেই খেয়েছে এই প্রেশারের ওষুধ! এবার তাও জাল... আপনার তালিকায় নেই তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল