TRENDING:

শহরের নামী স্কুল-কলেজে মাদক বিক্রির চক্র, উদ্ধার ৪৬০ গ্রাম হেরোইন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শহরের নামী স্কুল-কলেজে মাদক বিক্রির চক্র। বাইপাস থেকে দুই মাদকপাচারকারীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের নার্কোটিক্স শাখা। উদ্ধার চারশো ষাট গ্রাম হেরোইন। যার বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। ধৃতদের ষোলোই মার্চ পর্যন্ত পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।
advertisement

টার্গেট ছিল শহরের নামী স্কুল-কলেজগুলি। সচ্ছল পরিবারের পড়ুয়াদের কাছেই বিক্রি করা হত নিষিদ্ধ মাদক। টাকার বিনিময়ে তাঁদের ঠেলে দেওয়া হত অন্ধকারের পথে।

শহরের এমনই এক মাদক পাচার চক্রের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার বাইপাস লাগোয়া এলাকা থেকে ফাঁদ পেতে দু'জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের নার্কোটিক্স শাখা। ধৃত সাবিনা বিবি এবং বাপি মোল্লা। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারশো ষাট গ্রাম হেরোইন। যার বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

advertisement

শহরে মাদক চক্র

- শহরের মাদক পাচার চক্রের পর্দা ফাঁস

- ফাঁদ পেতে গ্রেফতার ২

- ধৃত সাবিনা বিবি এবং বাপি মোল্লা

- গ্রেফতার করে কলকাতা পুলিশের নার্কোটিক্স শাখা

- উদ্ধার ৪৬০ গ্রাম হেরোইন

- বাজার মূল্য ৫ লাখ টাকা

advertisement

ধৃতদের জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছে,

টার্গেট নামী শিক্ষাপ্রতিষ্ঠান

- শিয়ালদহ, এন্টালি, বাইপাস লাগোয়া নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিক্রি হত মাদক

- পড়ুয়ারাও কি জড়িত মাদক চক্রে?

- তদন্তে নার্কোটিক্স শাখা

শুক্রবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে ষোলোই মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
শহরের নামী স্কুল-কলেজে মাদক বিক্রির চক্র, উদ্ধার ৪৬০ গ্রাম হেরোইন