হঠাৎ সাতটি ড্রোন রাতের আকাশে ময়দান এলাকায় উড়তে দেখেই রহস্য দানা বেঁধেছে। পুলিশের দাবি, দক্ষিণ-পশ্চিম দিক থেকে এগুলো আসে। তারপর ভিক্টোরিয়ার উপর দিয়ে গিয়ে দ্য ৪২-এর পাশ দিয়ে পার্ক সার্কাসের অভিমুখে চলে যায়৷
আরও পড়ুন: করোনায় এবার মৃত্যু, স্থান সেই মুম্বই! তবে কি আবার লকডাউন? ফের থাবা বসাচ্ছে করোনা
advertisement
লালবাজার সূত্রের খবর, বিষয়টি জানার পর ইস্টার্ন কম্যান্ড ফোর্ট উইলিয়মে যোগাযোগ করা হয়েছিল৷ সেনার তরফে কোনও মহরা চলছিল কি না, তা জানতে চাওয়া হয়েছিল। সেনার তরফে জানানো হয়, এমন কোনও মহরা হয়নি। এরপরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে লালবাজারের তরফে।
এরপরেই সেনা সূত্রে জারি করা হয় এক বিবৃতি৷ বিবৃতিতে বলা হয়, ‘‘সংবাদ মাধ্যমের কাছ থেকে আমরা কলকাতার আকাশে কিছু ড্রোন দেখতে পাওয়ার গিয়েছে৷ আমরা ঘটনার সত্যতা যাচাই করে দেখছি৷ খুব তাড়াতাড়িই আমরা বিষয়টি নিয়ে জানাব৷ ততক্ষণ অনুরোধ, কোনও রকমের জল্পনা বা গুজব না ছড়াতে আবেদন জানাচ্ছি৷ সরকারি তথ্য পাওয়ার পর্যন্ত অপেক্ষা করুন৷’’