TRENDING:

Drone in Kolkata Sky: কলকাতার আকাশে অজানা ড্রোনের ঝাঁক! হেস্টিংস এলাকায় হঠাৎ কেন..কারা ওড়াল?

Last Updated:

হঠাৎ সাতটি ড্রোন রাতের আকাশে ময়দান এলাকায় উড়তে দেখে রহস‍্য দানা বেঁধেছে। পুলিশের দাবি, দক্ষিণ-পশ্চিম দিক থেকে এগুলো আসে। ভিক্টোরিয়ার উপর দিয়ে গিয়ে দ্য ৪২ এর পাশ দিয়ে পার্ক সার্কাসের অভিমুখে চলে যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সোমবার রাতে কলকাতার আকাশে দেখা মিলল অজানা ড্রোনের৷ বিষয়টি নজরে আসতেই তৎপর হয়েছে লালবাজার৷ লালবাজার সূত্রের খবর, মহেশতলা ও বেহালার দিক থেকে কলকাতা শহরের অভিমুখে সাত-সাতটি ড্রোনকে রাতের অন্ধকারে হঠাৎই উড়ে আসতে দেখা যায়৷ সেগুলি তারপর হেস্টিংস এলাকার উপর দিয়ে ময়দানের দিকে উড়ে যায়৷ কে ওড়াচ্ছিল ওই ড্রোন? কী উদ্দেশ্যেই বা ওড়ানো হচ্ছিল? হঠাৎ হেস্টিংসের মতো সেনা এলাকার উপর দিয়েই বা কেন উড়ছিল ড্রোন? প্রশ্ন অনেক৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

হঠাৎ সাতটি ড্রোন রাতের আকাশে ময়দান এলাকায় উড়তে দেখেই রহস‍্য দানা বেঁধেছে। পুলিশের দাবি, দক্ষিণ-পশ্চিম দিক থেকে এগুলো আসে। তারপর ভিক্টোরিয়ার উপর দিয়ে গিয়ে দ্য ৪২-এর পাশ দিয়ে পার্ক সার্কাসের অভিমুখে চলে যায়৷

আরও পড়ুন: করোনায় এবার মৃত্যু, স্থান সেই মুম্বই! তবে কি আবার লকডাউন? ফের থাবা বসাচ্ছে করোনা

advertisement

লালবাজার সূত্রের খবর, বিষয়টি জানার পর ইস্টার্ন কম‍্যান্ড ফোর্ট উইলিয়মে যোগাযোগ করা হয়েছিল৷ সেনার তরফে কোনও মহরা চলছিল কি না, তা জানতে চাওয়া হয়েছিল। সেনার তরফে জানানো হয়, এমন কোনও মহরা হয়নি। এরপরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে লালবাজারের তরফে।

আরও পড়ুন: মুনির আর জেনারেল নন, ক্ষমতা বাড়ল পাক সেনাপ্রধানের! ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি, তবে কি সময় শেষ শাহবাজ শরিফের?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতে উষ্ণতা পেতে নবদ্বীপে বিগ্রহের জন্য গরম কাপড় ও বিশেষ আতর! বৈষ্ণবদের "আত্মবৎ' সেবা
আরও দেখুন

এরপরেই সেনা সূত্রে জারি করা হয় এক বিবৃতি৷ বিবৃতিতে বলা হয়, ‘‘সংবাদ মাধ্যমের কাছ থেকে আমরা কলকাতার আকাশে কিছু ড্রোন দেখতে পাওয়ার গিয়েছে৷ আমরা ঘটনার সত্যতা যাচাই করে দেখছি৷ খুব তাড়াতাড়িই আমরা বিষয়টি নিয়ে জানাব৷ ততক্ষণ অনুরোধ, কোনও রকমের জল্পনা বা গুজব না ছড়াতে আবেদন জানাচ্ছি৷ সরকারি তথ্য পাওয়ার পর্যন্ত অপেক্ষা করুন৷’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Drone in Kolkata Sky: কলকাতার আকাশে অজানা ড্রোনের ঝাঁক! হেস্টিংস এলাকায় হঠাৎ কেন..কারা ওড়াল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল