বর্ষার পরেও শক্তিশালী এডিস ইজিপ্টাই। চিকিৎসকদের আশঙ্কা ছিল, বুলবুল চলে গেলে প্রভাব বাড়াবে ডেঙ্গির মশা। তাদের আশঙ্কাই সত্যি হল। ফলে শহরে দিনে দিনে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ভরছে সরকারি, বেসরকারি হাসপাতাল। যদিও পুরসভার দাবি, এই বছর কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেক কম। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩২৬০ জন। ইতিমধ্যেই ৩টি বরোর ১২টি ওয়ার্ডকে ডেঙ্গি প্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত হয়েছে ৭, ১০ এবং ১৩ নম্বর বরো। এরমধ্যে ১০ নম্বর বরোর আটটি ওয়ার্ডে সবচেয়ে বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।
advertisement
ট্যাংরার পূর্বাঞ্চল। কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ড। গোবিন্দ খটিক রোডের একটু ভিতরে এই পুকুর। নিউজ এইটিন বাংলার ক্যামেরায় ধরা পড়ল নোংরায় ভরা পুকুর। এই পুকুর পাড়ের আশপাশের বাড়িতে রয়েছেন ডেঙ্গি আক্রান্তরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 19, 2019 5:07 PM IST