ধাপার জয় হিন্দ জল প্রকল্পের মেরামতির কাজের জন্য জল সরবরাহ বন্ধ থাকবে। সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত বন্ধ থাকবে জল পরিষেবা। ফলে বাইপাস সংলগ্ন অঞ্চল পিকনিক গার্ডেন, মুকুন্দপুর, আনন্দপুর, পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া, মেট্রোপলিটন, তপসিয়া, চায়না টাউন, দুর্গাপুর, বাঘাযতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলাল বাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয়নগর, পঞ্চান্নগ্রাম এবং সার্ভে পার্কে পরিশ্রুত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।
advertisement
আরও পড়ুন: অসুস্থতা ছিল না, কিন্তু বুধবার বদলে গেল পরিস্থিতি! অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর কারণ কী?
জয় হিন্দ জল প্রকল্পের মেরামতির কাজের পাশাপাশি জি জে খান বুস্টার পাম্পিং স্টেশন সহ বিভিন্ন পাম্পিং স্টেশন যেমন মুকুন্দপুর, আনন্দপুর, পাটুলি, তেলিপাড়া, সি এন রায় রোড বুস্টার পাম্পিং স্টেশন, জি এস বোস এবং তোপসিয়া পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহের কাজ বিঘ্নিত হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: এপ্রিলের শুরুতেই ব্যাপক ভোগান্তি? কবে দেখা মিলবে বৃষ্টির? হাওয়া অফিস যা বলছে...
কলকাতা পুরসভার ৭, ১০, ১১ এবং ১২ নম্বর বোরোর আংশিক অঞ্চলে জল সরবরাহ বন্ধ থাকবে। ওয়ার্ডভিত্তিক যেমন ৫৭, ৫৮, ৬৬, ৬৭, ৯১, ৯২, ৯৯, ১০০, ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫, ১০৬, ১০৭, ১০৮, ১০৯ এবং ১১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কলকাতা পৌর সংস্থার মাধ্যমে দেওয়া জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ।