এবার কলকাতায় দলীয় বিধায়ক, সাংসদদের কাছে ভোট চাইতে এসে দ্রৌপদী মুর্মুর গলাতেই শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান৷ এ দিন বিজেপি-র বিধায়ক, সাংসদদের সঙ্গে সাক্ষাৎ পর্বে বক্তব্যের শেষে 'জয় বাংলা' স্লোগান শোনা গেল এনডিএ-এর রাষ্ট্রপতি পদপ্রার্থীর গলায়৷ তৃণমূলের সমর্থন আদায় করার উদ্দেশ্যেই দ্রৌপদী মুর্মু এমন বার্তা দিলেন কি না, রাজনৈতিক মহলে সেই জল্পনা শুরু হয়েছে৷
advertisement
আরও পড়ুন: দলে থেকেও ব্রাত্য! দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতেও এই বিধায়ককে কেন ডাকল না বিজেপি?
কলকাতার একটি হোটেলে এ দিন বিজেপি-র এরাজ্য থেকে নির্বাচিত বিধায়ক এবং সাংসদদের সঙ্গে দেখা করেন দ্রৌপদী মুর্মু৷ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'আমি মনে করি বাংলার হৃদয় অনেক বড়, ২৯৪ জন বিধায়কই আমাকে ভোট দেবেন।'
বক্তব্য শেষ করার সময়ই 'ভারত মাতা কি জয়', 'জয় ভারত' এবং 'জয় বাংলা' স্লোগান দেন দ্রৌপদী মুর্মু৷ সরকারি অনুষ্ঠান হোক বা দলীয় কর্মসূচি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বার বার 'জয় বাংলা' স্লোগান শোনা গিয়েছে৷
দ্রৌপদী মুর্মুর মুখেও 'জয় বাংলা' স্লোগান শুনে বিজেপি নেতাদের মধ্যেও গুঞ্জন শুরু হয়ে যায়৷ প্রথমে অনেকেই দাবি করেন, মুখ ফস্কে এমন স্লোগান বলে ফেলেছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী৷ কিন্তু বাংলার বাইরে থেকে এসে আচমকাই দ্রৌপদী মুখ ফস্কে এই স্লোগান দিলেন, নাকি নিখুঁত অঙ্ক কষেই তিনি 'জয় বাংলা' বললেন, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলের নেতাদেরই একাংশ৷
আরও পড়ুন: 'কোনও ধান্দাবাজ নেতার কথা শুনবেন না', পাহাড়ে পাঁচ বড় ঘোষণা মমতার
বিজেপি শিবিরেরও আশা, রাজ্যে দলীয় বিধায়কদের বাইরে তৃণমূলের কয়েকজন বিধায়কের সমর্থনও পাবেন দ্রৌপদী মুর্মু৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এ দিন বক্তব্য রাখতে গিয়ে সেরকমই আশা প্রকাশ করেছেন৷
বিজেপি নেতারা অবশ্য দলীয় বিধায়ক এবং স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কোনও ভোটই বাতিল হওয়া চলবে না৷ রাষ্ট্রপতি নির্বাচনে কীভাবে ভোট দিতে হবে, এ দিন বিধায়ক এবং সাংসদদের তা বুঝিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত৷