TRENDING:

দ্বিতীয় হুগলি সেতুতে টোল ট্যাক্স দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব

Last Updated:

এবার দ্বিতীয় হুগলি সেতু পেরোতে টোল ট্যাক্স লাগতে পারে দ্বিগুণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবার দ্বিতীয় হুগলি সেতু পেরোতে টোল ট্যাক্স লাগতে পারে দ্বিগুণ। বাইক, প্রাইভেট গাড়ি, ট্যাক্সি, মিনিবাস বা পণ্যবাহী গাড়ি। সমস্ত ক্ষেত্রেই টোল ট্যাক্স দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে এইচআরবিসি। সেতু দিয়ে যান চলাচল বেড়ে যাওয়ায় রক্ষণাবেক্ষণের খরচও বেড়েছে। কিন্তু বাড়েনি টোল ট্যাক্স। তাই টোলের হার দ্বিগুণ করেই নবান্নে প্রস্তাব পাঠিয়েছে এইচআরবিিস। অর্থ দফতরের সবুজ সঙ্কেত মিললেই বাড়তে পারে টোল ট্যাক্স।
advertisement

দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। ১৯৯২ সালের ১০ অক্টোবর চালু হয় ৮২৩ মিটার লম্বা, ৩৫ মিটার চওড়া এই সেতু। ২০১০ সােল শেষবার এই সেতুর টোল ট্যাক্স বেড়েছিল। দ্বিতীয় হুগলি সেতুতে এখন টোল ট্যাক্স......

দ্বিতীয় হুগলি সেতুতে টোল

----------------------------

প্রাইভেট গাড়ি বা ট্যাক্সি- ১০ টাকা

advertisement

বাস - ৫০ টাকা

মিনিবাস- ২৫ টাকা

পণ্যবাহী চার চাকা গাড়ি- ২০ টাকা

বাইক- ৫ টাকা

লরি ৮০ টাকা

ট্রেলার- ১১০ টাকা

সমস্ত যানবাহনের ক্ষেত্রেই এই টোল ট্যাক্স দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব দিল সেতুর দায়িত্বে থাকা হুগলি ব্রিজ কমিশনার বা এইচআরবিসি। নবান্নে পরিবহণ দফতরে প্রস্তাব পাঠানো হয়েছে।

advertisement

কেন টোল বাড়ানোর প্রস্তাব ?

----------------------------

- সম্প্রতি সেতুর মেরামতিতে অনেক খরচ হয়েছে

- ২০১৩ সালে প্রশাসনিক ভবন নবান্নে স্থানান্তরিত হওয়ার পর বেড়েছে গাড়ির চাপ

- আগে প্রতিদিন গড়ে যানচলাচল ৮৫ হাজার

- এখন প্রতিদিন গড়ে যানচলাচল ৯২-৯৩ হাজার

advertisement

- যানচলাচল বাড়ায় রক্ষণাবেক্ষণের খরচ বেড়েছে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাজ্যের পরিবহণ দফতর টেন্ডার করে বেসরকারি সংস্থাকে সেতুতে টোল আদায়ের ছাড়পত্র দেয়। এইচআরবিসি টোলের হার দ্বিগুণ করেই প্রস্তাব পাঠিয়েছে রাজ্য পরিবহণ দফতরে। পরিবহণ দফতর এই প্রস্তাব পাঠিয়েছে অর্থ দফতরের কাছে। সূত্রের খবর, টোল বৃদ্ধির ব্যাপারে চলতি মাসেই সবুজ সঙ্কেত মেলার সম্ভাবনা আছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
দ্বিতীয় হুগলি সেতুতে টোল ট্যাক্স দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব