এক্স হ্যান্ডেলে বুধবার জনসাধারণের জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়। সেখানেই জানানো হয়, দুর্গাপুজোর নির্বিঘ্নে পালন করতে কলকাতা পুলিশ সদা তৎপর। পুজোকে কেন্দ্র করে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি।
যদিও, ভিড় নিয়ন্ত্রণ এবং রাস্তা সচল রাখার ক্ষেত্রে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
advertisement
এই প্রসঙ্গে কলকাতা পুলিশের বিবৃতিতে জানানো হয়, “জনগণের উদ্দেশ্যে আমাদের বার্তা, শুধুমাত্র অফিশিয়াল চ্যানেলের উপর বিশ্বাস রাখুন। ভুয়ো এবং ভিত্তিহীন খবর শেয়ার করবেন না। আপনাদের সহযোগিতাই উৎসবকে সুরক্ষিত এবং আনন্দে পরিপূর্ণ করে তুলতে পারে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 16, 2025 2:38 PM IST