এ দিন কলকাতায় একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনে হাজির হয়েছিলেন সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায়৷ সেই অনুষ্ঠানেই হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও৷ অনুষ্ঠান শেষে সৌরভের রাজনীতিতে আসা নিয়ে প্রশ্ন করা হলে ডোনা বলেন, 'জল্পনা সত্যি হলে হবে। আমার মনে হয সৌরভ যদি সত্যিই রাজনীতিতে আসে তাহলে মানুষের জন্য অনেক ভাল কাজ করতে পারবে৷ এখনও অনেক কাজই করে৷'
advertisement
আরও পড়ুন: ফুল দিয়ে বরণ সৌরভের, নিজের হাতে খাওয়ালেন ডোনা, বাঙালি মেনুতে মিটল শাহি সাক্ষাৎ
২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সৌরভের রাজনীতিতে আসা নিয়ে তুমুল জল্পনা ছড়িয়েছিল৷ সৌরভ রাজনীতিতে আসতে পারেন এবং বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন, এমন খবরে তীব্র আলোড়ন তৈরি হয় দেশ জুড়ে৷ শেষ পর্যন্ত অবশ্য সৌরভ তাঁর রাজনীতিতে আসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন৷
শুক্রবার তাঁর বাড়িতে অমিত শাহের নৈশভোজকেও নিছকই সৌজন্যমূলক বলে দাবি করেছিলেন সৌরভ৷ ডোনাও এ দিন জানিয়েছেন, শুক্রবার রাজনীতির কোনও কথা হয়নি৷ অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করা হলে সৌরভ এ দিনও আগের অবস্থানেই অনড় থেকেছেন সৌরভ৷