শনিবার জট কাটার ইঙ্গিত ৷ অচলাবস্থা কাটাতে আজ বৈঠক হতে পারে ৷ শনিবার বিকেল ৫টায় নবান্নে বৈঠকের সম্ভাবনা ৷ আন্দোলনকারীরা রাজি হলে কাল বৈঠক ৷ দ্রুত সমস্যা সমাধানের বার্তা চিকিৎসকদের ৷ দু’পক্ষের আলোচনা চান চিকিৎসকরা ৷
শুক্রবার নবান্নে যান ৪ সিনিয়র চিকিৎসক ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন চিকিৎসকরা ৷ বৈঠকের পর আন্দোলনকারীদের আলোচনায় বসার বার্তা দেন মুখ্যমন্ত্রী ৷ আলোচনার বার্তা দেন সিনিয়র চিকিৎসকরাও ৷
advertisement
তবে কর্মবিরতি তুলতে ছ'দফা শর্ত ডাক্তারদের। মুখ্যমন্ত্রীর বার্তাবাহক স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে ঘিরে বিক্ষোভ। এখনও অনড় আন্দোলনকারীরা। আগে এনআরএসে আসতে হবে। প্রত্যাহার করতে হবে এসএসকেএমে করা মন্তব্য। তারপর আলোচনা। জানালেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর প্রস্তাব নিয়ে আলোচনা হবে ৷ থাকবেন অন্যান্য মেডিক্যাল কলেজের পড়ুয়ারাও ৷ বৈঠকে মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷