TRENDING:

Doctors strike in Bengal: রাজ্য সরকারকে ৭২ ঘণ্টা সময়, দাবি পূরণ না হলে মঙ্গলবার ধর্মঘটে চিকিৎসকরা!

Last Updated:

চিকিৎসকদের দাবি, তাঁরা ধর্মঘটের মতো কঠোর পদক্ষেপ করতে চাইছেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এবার রাজ্য সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন চিকিৎসকরা৷ জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবি মেনে নেওয়ার জন্য রাজ্য সরকারকে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিলেন চিকিৎসকরা৷ তার মধ্যে রাজ্য সরকার সব দাবি না মানলে আগামী মঙ্গলবার রাজ্য জুড়ে সরকারি বেসরকারি সব হাসপাতালে ধর্মঘট পালন করবেন চিকিৎসকরা৷ ধর্মঘট চলাকালীন কোনও রোগীর কিছু হলে তার দায়ও রাজ্য সরকারকেই নিতে হবে বলে চিকিৎসকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে৷
রাজ্যকে চরম হুঁশিয়ারি চিকিৎসকদের৷ ফাইল ছবি
রাজ্যকে চরম হুঁশিয়ারি চিকিৎসকদের৷ ফাইল ছবি
advertisement

শুক্রবার আন্দোলনের রূপরেখা নির্ধারণ করতে সিনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসেন জুনিয়র চিকিৎসকরা৷ সেখানেই এই চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বৈঠকে ঠিক হয়, জুনিয়র চিকিৎসকদের তোলা দশ দফা দাবি পূরণ না হলে মঙ্গলবার চিকিৎসা পরিষেবা ধর্মঘট পালন করা হবে৷

আরও পড়ুন: কবে শেষ হবে আরজি কর মেডিক্যালের কাজ…? ‘তারিখ’-সহ ডেডলাইন চূড়ান্ত করে দিল রাজ্য!

advertisement

আগামী তিন দিনের চূড়ান্ত কর্মসূচি ঠিক হয়েছে শুক্রবারের বৈঠকে। আজ সোদপুর থেকে ধর্মতলা অনশন মঞ্চ পর্যন্ত বিচারের দাবিতে ন্যায় যাত্রায় হাঁটবেন চিকিৎসকরা। রবিবার ধর্মতলায় হবে চিকিৎসকদের মহাসমাবেশ। সোমবার বিভিন্ন সরকারি হাসপাতাল এবং অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে৷ সোমবারের মধ্যে দশ দফা দাবি সরকার না মানলে মঙ্গলবার সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রে স্বাস্থ্য ধর্মঘট করবেন চিকিৎসকরা।

advertisement

চিকিৎসকদের দাবি, তাঁরা ধর্মঘটের মতো কঠোর পদক্ষেপ করতে চাইছেন না। সরকারের কাছে আবেদন জানিয়ে চিকিৎসকরা বলেন, অবিলম্বে সোমবারের মধ্যে মেনে নেওয়া হোক তাদের এই দশ দফা দাবি। দাবি না মানা হলে বাধ্য হয়ে তাদেরকে স্বাস্থ্য ধর্মঘটে যেতে হবে। সেক্ষেত্রে একজন রোগীর যদি কোনও ধরনের ক্ষতি হয় তার দায় বর্তাবে সরকারের উপর। একইসঙ্গে মঙ্গলবার যদি স্বাস্থ্য ধর্মঘট করতেই হয় তাহলে ধর্মঘট শুধুমাত্র রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি দেশেও ছড়িয়ে পড়বে, তা নিয়ে বিভিন্ন রাজ্যের চিকিৎসক সংগঠনগুলির সঙ্গে কথা চালাচ্ছেন আন্দোলনরত চিকিৎসকেরা‌।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Doctors strike in Bengal: রাজ্য সরকারকে ৭২ ঘণ্টা সময়, দাবি পূরণ না হলে মঙ্গলবার ধর্মঘটে চিকিৎসকরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল