RG Kar Medical College: কবে শেষ হবে আরজি কর মেডিক্যালের কাজ...? 'তারিখ'-সহ ডেডলাইন চূড়ান্ত করে দিল রাজ্য!

Last Updated:

RG Kar Medical College: আরজি কর কাণ্ডের পর জুনিয়র চিকিৎসকদের দশ দফা দাবির অন্যতম ছিল সেন্ট্রাল রেফারেল সিস্টেম। এবার এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম নিয়ে কী কী অসুবিধা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্য সচিব।

কবে শেষ হবে আরজি কর মেডিক্যালের কাজ?
কবে শেষ হবে আরজি কর মেডিক্যালের কাজ?
কলকাতা: আরজি কর কাণ্ডের পর জুনিয়র চিকিৎসকদের দশ দফা দাবির অন্যতম ছিল সেন্ট্রাল রেফারেল সিস্টেম। এবার এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম নিয়ে কী কী অসুবিধা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্য সচিব। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতর ও পূর্ত দফতরের সঙ্গে জরুরি বৈঠকে বিস্তারিত জানতে চান রাজ্যের মুখ্য সচিব।
স্বাস্থ্য সচিবকে বৈঠকে মুখ্য সচিব নির্দেশ দেন, “বেশ কিছু সাজেশন আসছে। সেই সাজেশনের ভিত্তিতে রেফারেল সিস্টেম নিয়ে আরও সংস্কারে প্রয়োজন রয়েছে। তা করা হবে। যুদ্ধকালীন ভিত্তিতে আপনাদের কাজ করতে হবে। সুপ্রিম কোর্টকে আমাদেরও জবাব দিতে হয়। প্রয়োজনে আপনাদের লোকসংখ্যা বাড়ান।” নবান্ন সূত্রে খবর, দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলিকে বৈঠকে এমনটাই বার্তা মুখ্য সচিবের।
advertisement
advertisement
আগামী ২৫ অক্টোবরের মধ্যে আরজি কর বাদে বাকি সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির কাজ শেষ ও কার্যকর হওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। সিসিটিভি, ওয়াশরুম রেস্টরুম ও অতিরিক্ত লাইট এই চারটি কাজ ২৫ শে অক্টোবরের মধ্যেই শেষ হয়ে যাবে। অন্যদিকে আরজি কর মেডিক্যালের কাজ ৩১ শে অক্টোবরের মধ্যে শেষ হবে। আজ মুখ্য সচিব – স্বাস্থ্য সচিব বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে।
advertisement
এখনও পর্যন্ত বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালগুলির কাজের অগ্রগতি কত দূর? গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আজ মুখ্য সচিব স্বাস্থ্য দফতর ও পূর্ত দফতরের থেকে বিস্তারিত রিপোর্ট নেন। তারপর দফায় দফায় স্বাস্থ্য সচিব ও পূর্ত সচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব। সেই বৈঠকে এই ডেড লাইন চূড়ান্ত করে রাজ্য।
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Medical College: কবে শেষ হবে আরজি কর মেডিক্যালের কাজ...? 'তারিখ'-সহ ডেডলাইন চূড়ান্ত করে দিল রাজ্য!
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement