TRENDING:

Dinner at Cruise| Durgapuja 2021| পুজোর মুখে বড় সুখবর, চালু হচ্ছে ডিনার অ্যাট ক্রুজ, অভিনব সফর জলের দরে!

Last Updated:

Dinner at Cruise| Durgapuja 2021| সপ্তাহে ৬ দিন ভিন্ন স্বাদের আহার মিলবে এই ক্রুজে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পুজোয়  (Durgapuja 2021) ভোজনরসিকদের জন্যে সুখবর। ইকো পার্কের লেকে চালু করা হল 'ডিনার অ্যাট ক্রুজ" (Dinner at Cruise)। সপ্তাহে ছয় দিন এই ক্রুজে চেপেই মিলবে নানান স্বাদের খাবার। অবশ্যই তার সাথে মনোরম আবহাওয়ায় ঘুরে বেড়ানোর সুযোগ। স্বল্প খরচেই স্বাদ মিলবে ভেসে বেড়ানোর। আপার ডেকে আসন নিতে চাইলে খরচ পড়বে ১০০ টাকা। লোয়ার ডেকে আসন নিতে চাইলে খরচ পড়বে ৫০ টাকা। তবে খাবারের মূল্য আলাদা। ভেজ ও নন ভেজ খাবার পাওয়া যাবে।
পুজোয় চালু হচ্ছে ডিনার অ্যাট ক্রুজ।
পুজোয় চালু হচ্ছে ডিনার অ্যাট ক্রুজ।
advertisement

যারা আপার ডেকে থাকবেন তারা পাবেন চাইনিজ, কন্টিনেন্টাল, মঙ্গোলিয়ান,মোগলাই খানার সুযোগ (Dinner at Cruise)। ক্যাফে একান্তের খাবারই পরিবেশন করা হবে। ইতিমধ্যেই এই ক্রুজের উদ্বোধন করেছেন হিডকো চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

আরও পড়ুন-ভবানীপুরের সব ওয়ার্ড তৃণমূলের, কামাল করল ৭০ ও ৭৪! সব দেখেশুনে মুখ খুললেন শুভেন্দু

গত সপ্তাহ থেকেই শুরু হয়ে গেছে বুকিং (Dinner at Cruise Booking)। অনলাইনে বুক মাই শো মারফত বুকিং করা যাবে এই ডিনার অ্যাট ক্রুজ। ইকো পার্কের মধ্যে থাকা আইফেল টাওয়ার জেটি থেকে ছাড়বে এই ক্রুজ। ১ ঘন্টা ক্রুজ ভ্রমণ করা যাবে। ক্রুজেই থাকবে ডিনারের ব্যবস্থা। থালির মূল্য হচ্ছে ৬৫০ টাকা করে। একমাত্র সোমবার বন্ধ থাকবে ক্রুজ পরিষেবা। বাকি প্রতিদিন নানা রকম মেনু নিয়েই ডিনার সারা যাবে এই ক্রুজে।

advertisement

ইকোপার্কে এই মুহূর্তে সবচেয়ে বেশি আকর্ষণীয় একটি বিনোদন পার্ক। করোনা পূর্ববর্তী সময়ে প্রতিদিন এখানে যে পরিমাণ ভিড় হত তাতে মনে করা হচ্ছে এখনও মানুষের যাতায়াত বজায় থাকবে। একটা সময় ব্যবস্থা ছিল ক্যাফে একান্তে পৌছতে হলে যাতায়াত করতে হত নৌকাবিহার করে। এবার একেবারে নৌকাতেই সব ব্যবস্থা করে ফেলল ইকোপার্ক কর্তৃপক্ষ। তবে আবহাওয়া খারাপ থাকলে ক্রুজ পরিষেবা বন্ধ থাকবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে নৈশভোজের (Dinner at Cruise) পাওনা একটাই গোটা ইকো পার্ক ঘুরে দেখা যাবে। পছন্দ মতো স্লট বুক করে ক্রুজ ছাড়ার ১৫ মিনিট আগে পৌছে যেতে হবে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, "পুজোয় এটা আমাদের উপহার। মানুষের মন ভালো হয়ে যাবে।"

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dinner at Cruise| Durgapuja 2021| পুজোর মুখে বড় সুখবর, চালু হচ্ছে ডিনার অ্যাট ক্রুজ, অভিনব সফর জলের দরে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল