কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৪ সালাএর টেট দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য। অন্যায় ভাবে চাকরি পাওয়ার অভিযোগে ২৬৯ জনের চাকরি গিয়েছে। এই দিন টুইটে দিলীপ ঘোষ দাবি করেন, 'ওই তালিকায় খড়গপুরের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপূর্ব ঘোষের স্ত্রী রিঙ্কু ঘোষের নাম রয়েছে। তিনি প্রাথমিক স্কুলে চাকরি করতেন।' প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ নিজের টুইটে লিখেছেন, এই ধরনের কোনও বেআইনি নিয়োগ যদি হয়ে থাকে তাহলে সেই তথ্য নির্দিষ্ট মেল আইডিতে তাঁকে মেল করে জানাতে।
advertisement
আদালতের নির্দেশে ইতিমধ্যেই মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা সহ চাকরি গিয়েছে অনেকের। এরই মধ্যে দিলীপ ঘোষের টুইট। শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে শাসক দল তথা সরকারের বিরুদ্ধে কার্যত আদাজল খেয়ে ময়দানে নেমেছেন বিরোধীরা। একের পর এক অভিযোগের বোমা ফাটাচ্ছে বিরোধী বাম-ডান সব পক্ষই। ঠিক এরই মাঝে এবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের এই টুইট নতুন করে শোরগোল তৈরি করে। দিলীপ ঘোষ শুক্রবার নিজের অফিসিয়াল টুইটারে লেখেন, "‘আপনাদের কাছে যদি এমন তথ্য থাকে যাঁরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন এবং দিব্যি চাকরি করছেন তাহলে সেই তথ্য জানান ইমেল করে।’ সঙ্গে নিজের ইমেল আইডিও দেন তিনি। dilipghosh64@gmail.com এই আইডিতে মেল করতে বলেন
Venkateshwar Lahiri