২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি নিয়ে ব্যাপক আকারে প্রচারে নেমেছিলেন দিলীপ ঘোষরা। কিন্তু সেই বিজেপি-র অন্দরে যখন আর্থিক কেলেঙ্কারি এবং দুর্নীতির অভিযোগ উঠছে তখন দিলীপ ঘোষ আবার আগের ফিরলেন তৃণমূলেই।
আরও পড়ুন: দুপুরে হাইকোর্টে নন্দীগ্রাম মামলার শুনানি, সকালেই অন্য কৌশল শুভেন্দু অধিকারীর!
advertisement
আরও পড়ুন: পুরভোটে পয়সা নিয়ে প্রার্থী? শোরগোল ফেলা অডিও নিয়ে এবার দিলীপ ঘোষ বললেন...
দিলীপ ঘোষ বারেবারে মনে করিয়ে দিলেন রাজ্য সরকারের যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছেন তাদের বেশির ভাগের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তিনি কুণাল ঘোষকে উদ্দেশ্য করে বললেন, আর্থিক দুর্নীতির দায়ে জেল খাটা নেতারা ত্রিপুরায় ভিড় করছে। বিজেপি যে ত্রিপুরার মাটিতে তৃণমূলকে ছেড়ে কথা বলবে না, তা দিনদিন আরও স্পষ্ট হচ্ছে। ত্রিপুরা পুরভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপর বিজেপি-র আক্রমণের অভিযোগ উঠছে প্রতিদিন। এই বিষয়ে জানতে চাওয়া হলে একদিন, দিলীপ ঘোষ বলেন , ''তৃণমূল এখানে বিরোধীদের সভা করতে দেয় না। আর ওখানে গুণ্ডাদের পাঠিয়ে ঝামেলা পাকানোর চেষ্টা করছে। ত্রিপুরার মানুষ তার জবাব দিচ্ছেন এবং দেবেন।''