বৃহস্পতিবার ফের একবার সেই প্রসঙ্গে সওয়াল করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি (Dilip Ghosh)। তিনি এদিন বলেন, "যে রক্ষা করবে বলে মানুষ ভোট দিয়েছিল সেই এখন লুঠ করছে। কেন্দ্রের কাছে তাই আবেদন মানুষের স্বার্থ সুরক্ষিত করুক কেন্দ্রীয় সরকার।"
advertisement
এদিন হাঁসখালির ঘটনা (Hashkhali Incident) প্রসঙ্গে বুদ্ধিজীবীদের একহাত নেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "হাঁসখালির ঘটনায় কোনও মোমবাতি মিছিল হয়নি কেন?" - বুদ্ধিজীবীদের তীব্র কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, "মোমবাতি দেখিয়ে পেট চলত। পেটে এত চর্বি হয়ে গিয়েছে। হাঁটতে অসুবিধা হয়ে গিয়েছে। মোমবতি দেখিয়ে আগে দোকান চলত। এখন মোমবাতি দেখালে দানাপানির অসুবিধা হয়ে যাবে। এদের কাছ থেকে কিছু আশা করবেন না।" পাশাপাশি বুদ্ধিজীবীদের একাংশের সামাজিক মাধ্যমে পোস্ট প্রসঙ্গে দিলীপ বলেন, "সোশ্যাল মিডিয়া এখন শর্টকাট মাধ্যম হয়ে গিয়েছে। এতে তেমন কোনও লাভ হয় না।"
আরও পড়ুন : উপনির্বাচনে সকাল থেকে তিনিই যেন 'শো-স্টপার'! দুপুরে ছোট্ট 'ব্রেকে' কোথায় উধাও বাবুল?
সবাইকে চমকে দিয়ে এদিন রামমন্দিরের প্রসাদ নকুলদানা বিলি করতে দেখা যায় দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। এনিয়ে তিনি বলেন - "আমি সবাইকে রামমন্দিরের প্রসাদ নকুলদানা খাওয়াচ্ছি। এতদিন যিনি নকুলদানা খাওয়াতেন তিনি এখন হাসপাতালের ভাত খাচ্ছেন। সেই দায়িত্বটা নিতে হবে। বাকি জীবনটা লালুপ্রসাদের মত কাটবে ওনার। তাই তাঁর দায়িত্ব আমরা পালন করছি।"