TRENDING:

অসমে গৃহযুদ্ধ বাধাতে গেছে তৃণমূল, তাই আটকানো হয়েছে, দাবি দিলীপের

Last Updated:

তৃণমূল নাটক করছে ৷ পাল্টা জবাব দিলীপ ঘোষের ৷ এদিন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান, অসমে কেন গেছেন তৃণমূল প্রতিনিধিরা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিমানবন্দরে নামতেই আটক। শিলচরে ঢুকতেই দেওয়া হল না তৃণমূল প্রতিনিধিদলকে। জোর করে আটকাতে গিয়ে মহিলা সাংসদ-বিধায়কদের মারধরেরও অভিযোগ উঠছে। এনআরসিতে বহু মানুষের নাম বাদ পড়ার প্রতিবাদে গণ-কনভেনশনে যোগ দিতেই শিলচরে যায় তৃণমূল প্রতিনিধিদল। ঘটনার ক্ষুব্ধ তৃণমূলনেত্রী জানিয়েছেন দেশে গণতন্ত্র নয়, সুপার এমারজেন্সি চলছে ৷
advertisement

আরও পড়ুন: পুলিশ ওদের হোটেলে রাখতে চাইছে, ওরা হোটেলে যাবে না: মমতা

তৃণমূল নাটক করছে ৷ পাল্টা জবাব দিলীপ ঘোষের ৷ এদিন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান, অসমে কেন গেছেন তৃণমূল প্রতিনিধিরা? ওঁদের কি কেউ ডেকেছিলেন? গৃহযুদ্ধ বাধাতে গেছে তৃণমূল ৷ উত্তেজনা ছড়াচ্ছে তৃণমূল ৷ এরাজ্যেও বিরোধীদের আটকানো হয়েছে ৷ তৃণমূল অসমে গেলে হিংসা হবে ৷ তৃণমূলের যাওয়ার কোনও অধিকার নেই ৷ আটকানো হয়েছে, মারধর করা হয়নি ৷ ফের বিমানে ফেরত পাঠানো উচিত ৷

advertisement

আরও পড়ুন: দেশে সুপার এমারজেন্সি চলছে, শিলচর নিয়ে বললেন মমতা

এনআরসি থেকে ৪০ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। প্রতিবাদে গন-কনভেনশনে যোগ দিতে নামেন তৃণমূল প্রতিনিধিদল। দলে ৬ সাংসদ ও ১ বিধায়ক। সফরের কথা আগেই ঘোষণা করেছিল তৃণমূল। আগাম আপত্তি জানায়নি অসম সরকার। কিন্তু শিলচরে নামতেই বদলে গেল পরিস্থিতি। তৃণমূল প্রতিনিধিদলকে বাধা, মহিলা সাংসদ - বিধায়ককে নিগ্রহ - এনআরসি বিতর্কে নতুন করে ঝড় তুলল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
অসমে গৃহযুদ্ধ বাধাতে গেছে তৃণমূল, তাই আটকানো হয়েছে, দাবি দিলীপের