TRENDING:

'সরকার সবাইকে কামড়াচ্ছে...' TET আন্দোলনকারীদের বিক্ষোভ নিয়ে তুমুল প্রতিক্রিয়া দিলীপের

Last Updated:

Dilip Ghosh: ২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জমায়েত ও বিক্ষোভকে ঘিরে বুধবার ধুন্ধুমার বেঁধে যায় এক্সাইড মোড় চত্বরে। এই ঘটনার প্রতিক্রিয়ায় তীব্র আক্রমণ শানালেন দিলীপ ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এক্সাইড মোড়ের টেট-বিক্ষোভে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করার প্রতিবাদে বিক্ষোভ জারি শহরজুড়ে। অভিযোগ, বুধবার ক্যামাক স্ট্রিটে টেট আন্দোলনের মাঝে পুলিসের কামড় খান এক চাকরিপ্রার্থী। শুধু তাই নয়, অভিযোগ চাকরি প্রার্থীদের জোর করে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা হচ্ছিল। সেই সময় মহিলা পুলিস কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়। তখনই এক পুলিসকর্মী এক আন্দোলনকারীর হাতে হঠাৎ কামড়ে দেন বলেও অভিযোগ। যদিও অভিযুক্ত ওই পুলিসকর্মী তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তবে পুলিসকর্মীর এহেন আচরণে নিন্দার ঝড় উঠেছে রাজ্যজুড়ে।
বিস্ফোরক দিলীপ ঘোষ! যা বললেন...
বিস্ফোরক দিলীপ ঘোষ! যা বললেন...
advertisement

এই ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'সরকার সবাইকে কামড়াচ্ছে। অথৈ জলে পড়েছে। ডিএ নেই। ধর্না চলছে। চাকরি নেই। বেতন নেই।' একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, 'মুড চেঞ্জ করার জন্য উনি কখনও চেন্নাই যাচ্ছেন। কখনও দার্জিলিং যাচ্ছেন। সবকিছু হাতের বাইরে চলে গিয়েছে এই সরকারের। আর সামলানোর ক্ষমতা নেই। পুলিস তৃণমূলের ক্যাডার। পুলিসের প্রতি মানুষের ব্যবহারও পাল্টে যাচ্ছে। মানুষের ধৈর্যচ্যুতি ঘটেছে। সহ্যের সীমা পেরিয়ে গেছে। পুলিসকে দিয়ে তোলা তোলানো হচ্ছে। গরুর টাকা উঠছে। পুলিসের কাজ কি আমরা ভুলে গিয়েছি।'

advertisement

আরও পড়ুন : করোনা না ডেঙ্গু! জ্বর, ঠান্ডা লাগা, শরীরে ব্যথার মতো সাধারণ লক্ষণগুলো আলাদা করবেন কীভাবে?

প্রসঙ্গত, ২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জমায়েত ও বিক্ষোভকে ঘিরে বুধবার ধুন্ধুমার বেঁধে যায় এক্সাইড মোড় চত্বরে। প্রিজন ভ্যানের নিচে শুয়ে পড়েও বিক্ষোভ দেখান কয়েকজন বিক্ষোভকারী। তাঁদের টেনে হিঁচড়ে বের করে পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। চ্যাংদোলা করে চাকরিপ্রার্থীদের তুলে নিয়ে যায় পুলিশ। পুলিশের তাড়া খেয়ে বেশকিছু চাকরিপ্রার্থী ক্যামাক স্ট্রিটের দিকে দৌড় দেন। পরে রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে শুরু হয় অবস্থান। পুলিশ বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সেখান থেকেও তুলে দেয়। এই ঘটনা ঘিরে আজও ক্ষোভ চাকরিপ্রার্থীদের মধ্যে।

advertisement

আরও পড়ুন : পাঁচ দিনে ৫০ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ! কে এই চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য? অনুব্রতর সঙ্গে কী যোগ?

কেবল টেট নয়, ডেঙ্গু সচেতনতায় ফিরহাদ হাকিমের রাস্তায় নেমে প্রচারের ঘটনাকের কটাক্ষ করেন দিলীপ ঘোষ। কোদাল হাতে পথে মেয়রকে দেখে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ''এতদিন তো বলছিল কিছুই হয়নি। সব ঠিক আছে। তারপর হাসপাতালের সুপার, দলের নেতা, নেতার আত্মীয় ডেঙ্গি আক্রান্ত হওয়ায় পথে নেমেছেন। স্বীকার করুন যে পরিস্থিতি জটিল। বেঘোরে লোক মরছে। পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। পাপ আপনারা করেছেন। তার ফল আমাদের ভুগতে হচ্ছে।''

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'সরকার সবাইকে কামড়াচ্ছে...' TET আন্দোলনকারীদের বিক্ষোভ নিয়ে তুমুল প্রতিক্রিয়া দিলীপের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল