TRENDING:

দেবশ্রীকে দলে নেওয়া নিয়ে সবাই একমত নয়: দিলীপ

Last Updated:

গেরুয়া শিবিরে ব্রাত্য দেবশ্রী রায়। তৃণমূল বিধায়কের বিষয়ে কেন অনীহা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গেরুয়া শিবিরে ব্রাত্য দেবশ্রী রায়। তৃণমূল বিধায়কের বিষয়ে কেন অনীহা? পরিবেশ তৈরি হয়নি। তৃণমূল বিধায়ক দেবশ্রীকে দলে নেওয়া নিয়ে সবাই সহমত নন, বক্তব্য রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
advertisement

দিল্লিতে বিজেপির সদর দফতরের পর রাজ্য বিজেপি সভাপতির বাড়ি। আধঘণ্টা অপেক্ষা করলেও মেলেনি দেখা ৷ বুধবার দিলীপের বাড়িতে যান দেবশ্রী রায় ৷ সেসময় দিলীপ ঘোষ বাড়িতে ছিলেন না ৷ আধ ঘণ্টা অপেক্ষা করে ফিরে যান রায়দিঘির বিধায়ক ৷ এর পরেই আরও একবার দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা শুরু হয় ৷ কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, দেবশ্রী রায়কে দলে নেওয়া নিয়ে গেরুয়া শিবিরে মত পার্থক্য রয়েছে ৷ তাই আপাতত স্থগিত দেবশ্রীর পদ্মে যোগদানের সম্ভাবনা ৷

advertisement

এর আগে অগাস্টের ১৪ তারিখ, দিল্লিতে শোভন-বৈশাখীর বিজেপি যোগদানের দিন বিজেপির সদর দফতরে হঠাৎই হাজির হন দেবশ্রী রায়ও ৷ তখনও যোগদানের জল্পনা বাতাসে ভাসলেও কোনও বাধার কারণে সেদিনও এগোয়নি আলোচনা ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
দেবশ্রীকে দলে নেওয়া নিয়ে সবাই একমত নয়: দিলীপ