TRENDING:

‘চোদ্দ পুরুষের ভাগ্য ভাল আর কিছু করা হয়নি’, CAA প্রতিবাদী ছাত্রীর পোস্টার ছেঁড়ায় দিলীপের মন্তব্য

Last Updated:

দিলীপের অভিনন্দনযাত্রায় টার্গেট একজন পড়ুয়া। সমালোচনায় সরব সিপিএম-তৃণমূল। সিএএর বিরোধিতায় দেশের নানা প্রান্তেই পথে পড়ুয়ারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দিলীপের অভিনন্দনযাত্রায় একলা প্রতিবাদ। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর হাতে সিএএ বিরোধী পোস্টার। দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান। কিছুক্ষণের মধ্যেই আসরে গেরুয়া বাহিনী। ছিঁড়ে ফেলা হয় পোস্টার। ছাত্রীকে হুঁশিয়ারি দিতে ছাড়লেন না দিলীপ ঘোষও।
advertisement

CAA -এর প্রচারে, বৃহস্পতিবার, পাটুলিতে দিলীপ ঘোষের অভিনন্দন যাত্রা। বিজেপির এই মিছিলে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সুদেষ্ণা দত্তগুপ্তর একলা প্রতিবাদ ৷ ছাত্রীর হাতে পোস্টার। তাতে লেখা দিলীপ ঘোষ গো ব্যাক। নো এনআরসি-নো সিএএ- নো এনপিআর।  দিলীপের মিছিল শুরুতেই আটকে দেয় পুলিশ। তখনও সুদেষ্ণা পোস্টার হাতে দাঁড়িয়ে। সংবাদমাধ্যমের সামনে সবে মুখ খুলেছেন। তখনই হাজির গেরুয়া বাহিনী। সিএএ বিরোধী পোস্টারটি তাঁরা ছিঁড়ে দেন। শুরু হয়ে যায় জয় শ্রী রাম স্লোগান।

advertisement

দিলীপ ঘোষ অবশ্য একজন পড়ুয়াকেও হুমকি দিতে ছাড়েননি। বলেন, ‘ওর চোদ্দ পুরুষের ভাগ্য ভাল আর কিছু করা হয়নি ৷ পোস্টার ছিঁড়ে ছেড়ে দেওয়া হয়েছে ৷’ দিলীপের অভিনন্দনযাত্রায় টার্গেট একজন পড়ুয়া। সমালোচনায় সরব সিপিএম-তৃণমূল।  সিএএর বিরোধিতায় দেশের নানা প্রান্তেই পথে পড়ুয়ারা। এবার সেই প্রতিবাদের আঁচ দিলীপ ঘোষের অভিনন্দনযাত্রাতেও।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘চোদ্দ পুরুষের ভাগ্য ভাল আর কিছু করা হয়নি’, CAA প্রতিবাদী ছাত্রীর পোস্টার ছেঁড়ায় দিলীপের মন্তব্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল