মর্নিংওয়াক কারীদের নিয়ে বিজয়া সম্মেলনী
দিলীপ ঘোষ: মর্নিং ওয়াকে যারা আসে, তাদেরকে নিয়ে আমরা বিজয়া সম্মেলনী প্রতিবছর করি, দীপাবলি সম্মেলন করি, ছট পুজোয় ঠেকুয়া খাই। এখানে পরিচিত সবাই তো, একটা ফ্যামিলির মতো হয়ে গিয়েছে। আজকে একটু ভিড় ছিল আমাদের পার্টির কার্যকর্তারাও অনেকে চলে এসেছেন আশপাশ থেকে, খুব আনন্দের সঙ্গেই হল আর কী।
advertisement
ইকো পার্কে দিলীপ ঘোষের সঙ্গে বিজয়া সম্মিলনীতে সামিল কামদুনির প্রতিবাদী টুম্পা কয়াল
দিলীপ ঘোষ: পরিচিত সবাই, খবর পেয়েছে তাদের সঙ্গে আমার পার্টির কার্যকর্তারা আছে। তাদের লড়াইকে সম্পূর্ণ সমর্থন আগেও করেছি। আমি ওই গ্রামে গেছি, ওখান থেকে মহিলা মোর্চার যাত্রা বার করেছি আমরা রূপা গাঙ্গুলীর নেতৃত্বে। এবারেও যে লড়াই এসেছে তাতে আমাদের প্রেসিডেন্ট, বিরোধী নেতা তাদের কেস নিয়ে সহযোগিতা করছেন। সেই জন্য দেখাও করতে এসেছিল আর বিজয়াও হয়ে গেল।
আরও পড়ুন: ভুয়ো নিয়োগপত্র নিয়েই স্কুলে যোগ দিতে হাজির! ছেয়ে যাচ্ছে এই প্রার্থীরা! কাকদ্বীপে ভয়ঙ্কর ঘটনা
রেশন দুর্নীতিতে মন্ত্রীর গ্রেফতারের পর এবার নজর তার সাঙ্গপাঙ্গদের উপর
বহু লোক এই দুর্নীতির সঙ্গে যুক্ত, বহু লোক সুবিধা নিয়েছে। ধীরে ধীরে নাম আসছে, তত ডকুমেন্ট আসছে, ফোন থেকে ফাইল থেকে নাম আসছে। সবাইকে জিজ্ঞাসাবাদ হবে।
রেশন দুর্নীতি আবহের মাঝেই প্রধানমন্ত্রীর ৮০ কোটি দেশবাসীকে পাঁচ বছরের বিনামূল্যে রেশনের ঘোষণা
সারা দুনিয়াতে বিভিন্ন সমস্যা চলছে। করোনা, যুদ্ধ, বহু দেশের হ্যাম্পার হচ্ছে। অনেক দেশের অবস্থা খারাপ। আমাদের দেশে বিরাট জনতা সরকারের কাছে ক্ষমতা আছে ফ্রিতে খাওয়ানোর। যদিও বৃষ্টি কম হয়েছে, তাও আমাদের উৎপাদন কম হয় না। কিন্তু বাংলার লোকেদের চিন্তার বিষয় যে কেন্দ্র তো পাঠায় সাধারণ মানুষের কাছে পৌঁছবে কি? আবাস যোজনার টাকা লুট হচ্ছে, শৌচালয়ের টাকা লুট হচ্ছে, রাস্তাঘাট, জল, বিদ্যুতের টাকা লুট হচ্ছে, রেশন পর্যন্ত লুট হয়ে যাচ্ছে। তো চিন্তা আমাদের আছেই মোদি চাইলেও দিদি চাইছে না।
আরও পড়ুন: একের পর এক ব্যাগে কী নিয়ে বেরোল! বনগাঁয় ইডির বড় রেইড!
আদালতের নির্দেশে ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করল শিক্ষা পর্ষদ
যতগুলো নিযুক্ত হয়েছে সব জায়গায় দুই নম্বরি হয়েছে, টাকা পয়সা নেওয়া দেয়া হয়েছে। তথ্য দিতে পারবে না ওরা। যারা টাকা দিয়েছে তাদের তো চাকরি যাবেই, অনেকে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদেরও দুর্ভাগ্যের শিকার হতে হচ্ছে। আমাদের বক্তব্য যারা জেনুইন তারা যেন বঞ্চিত না হয়। দোষীদের সাজা পাওয়া উচিত।