TRENDING:

Dilip Ghosh on CBI: 'কার সিবিআই জানি না, পাবলিকের টাকায় চলছে', দল ক্ষুব্ধ হলেও দিলীপ সেই বেপরোয়া

Last Updated:

সিবিআই-এর ভূমিকায় সন্তুষ্ট নন দিলীপ ঘোষ৷ গতকালও সিবিআই নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সিবিআই-এর ভূমিকা নিয়ে তার মন্তব্যে বেজায় অস্বস্তিতে রাজ্য বিজেপি৷ আলটপকা মন্তব্যের জন্য ফের একবার কেন্দ্রীয় নেতৃত্বের নজরে পড়েছেন তিনি৷ তা সত্ত্বেও নিজের অবস্থানেই অনড় বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ এ দিনও তিনি স্পষ্ট বলেন, 'কার সিবিআই দেখার দরকার নেই৷ পাবলিকের টাকায় চলছে, খারাপ লাগলে বলতে পারব না?'
দিলীপ ঘোষ৷
দিলীপ ঘোষ৷
advertisement

এখানেই না থেমে থেকে দিলীপ বলেন, 'সাধারণ মানুষের জন্য রাজনীতি করি৷ রাজ্যে পরিবর্তনের জন্য লড়াই করছি৷ কাউকে সন্তুষ্ট করার জন্য রাজনীতি করি না৷'

গত প্রায় একমাস ধরে রাজ্যে নতুন করে সক্রিয় হয়েছে ইডি এবং সিবিআই৷ ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রতর হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল৷ কিন্তু সিবিআই-এর ভূমিকায় সন্তুষ্ট নন দিলীপ ঘোষ৷ গতকালও সিবিআই নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি৷ বরং ইডি-কে প্রশংসায় ভরিয়ে দেন তিনি৷ যা নিয়ে অস্বস্তিতে পড়ে বিজেপি৷

advertisement

আরও পড়ুন: নূপুর শর্মাকে নিকেশ করাই ছিল লক্ষ্য, রাশিয়ায় ধৃত আইএস জঙ্গির চাঞ্চল্যকর স্বীকারোক্তি

এ দিনও দিলীপ ঘোষ বলেন, 'কার সিবিআই দেখার দরকার নেই৷ পাবলিকের টাকায় একটা কেন্দ্রীয় এজেন্সি চলছে, খারাপ লাগলে বলতে পারব না? আমাদের উপরে অত্যাচার হয়ছে৷ ভোটের পরে ৬০ জন কর্মী খুন হয়েছে৷ আমরা তার বিচার চেয়ে আদালতের কাছে গিয়েছিলাম৷ আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল৷ তার পরে কতজন সাজা পেয়েছে, কতজন কর্মীর পরিবারকে আমরা বিচার দিতে পেরেছি? একথা আমি বলতে পারব না? আমি বিচার না পেলে বলতে পারব না?'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

সিবিআই-কে নিয়ে এই মন্তব্যকে যে দল অনুমোদন করছে না, তা বুঝিয়ে দেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ দিলীপ ঘোষের মন্তব্যের জবাব দিয়ে তিনি বলেছিলেন, 'কেন্দ্রীয় এজেন্সি কীভাবে কাজ করে তা তো ওনার জানার কথা নয়৷' সূত্রের খবর,কেন্দ্রীয় এজেন্সি নিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্যের পর দলের কেন্দ্রীয় নেতৃত্বও রাজ্য নেতৃত্বের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে৷ প্রসঙ্গত, এর আগেও চিঠি দিয়ে দিলীপকে সংযত হওয়ার বার্তা দিয়েছিল দলের শীর্ষ নেতৃত্ব৷ কিন্তু দিলীপ আছেন দিলীপেই৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh on CBI: 'কার সিবিআই জানি না, পাবলিকের টাকায় চলছে', দল ক্ষুব্ধ হলেও দিলীপ সেই বেপরোয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল