একদিকে যখন দিলীপ ঘোষ শোরগোল ফেলে দিয়েছেন দিঘায়, তখন বিজেপি বিড়ম্বনা যে বেড়েছে, তা বলাই বাহুল্য। দিলীপের দিঘা যাওয়ার পথেই প্রতিক্রিয়া দেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। দিঘায় মর্নিং ওয়াকে দিলীপ ঘোষ। সমুদ্র সৈকত ঘুরে জগন্নাথ মন্দিরের সামনে সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ।
advertisement
এবার দিলীপ ঘোষের পাশে দাড়ালো তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। তিনি বলেন, ‘ দিলীপ ঘোষ অন্য দলের নেতা। বিজেপির নেতা। কিন্তু তিনি সৌজন্য দেখিয়েছেন। সংকীর্ণ মনা ভেদাভেদের রাজনীতি যারা করেন, তাঁদের প্রথমে বিয়ে করে আর প্রভু জগন্নাথ দীঘায় এসে দর্শন করে ধুইয়ে দিলেন। যাঁরা তৃণমূলে নানা সুবিধা পেয়ে ছিলেন, তাঁরা আজ ওই দলে গিয়ে এখন সমালোচনা করছেন।’
আরও পড়ুনঃ বিষ্ণুপুর ঐতিহ্যের লালবাঁধের জল থেকে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য!
তিনি আরও বলেন, ‘যাঁরা যাঁরা দিলীপ ঘোষকে আক্রমণ করেছেন, তাঁদের নাম না নিয়ে দিলীপ ঘোষ তো আজ পাল্টা আক্রমণ শানিয়েছেন। দিলীপ ঘোষকে হিডকো সৌজন্য মূলক আমন্ত্রণ দেখিয়েছেন। সেই সৌজন্যের চোটে বিজেপিতে লঙ্কা কান্ড ঘটছে। বিজেপি তো বলে সনাতনী। তারা এমন কাজ করছে। দিলীপ ঘোষ, তপন শিকদারের পরে সবথেকে বেশি সফল ও গ্রহণযোগ্য সভাপতি ও নেতা বিজেপিতে। সোশ্যাল মিডিয়ায় আজকাল অনেকে অনেক কিছু লিখছেন। ব্যক্তিগত শত্রুতা তো আসা উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত সৌজন্য দেখিয়েছেন। দিলীপ ঘোষ তার পাল্টা সৌজন্য দেখালেন।’