TRENDING:

Dilip Ghosh in Digha: দিঘা জগন্নাথ মন্দিরে দিলীপ, রুষ্ট শুভেন্দু-সুকান্ত! দিলীপের হয়ে সুর চড়াও কুনালের

Last Updated:

Dilip Ghosh in Digha: গোটা বিজেপি শিবির যেখানে দিঘার থেকে দূরত্ব বজায় রাখল, সেখানে বিকেল ঘনাতেই স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে দিলীপ পৌঁছে গেলেন সেই দিঘার জগন্নাথ ধাম দর্শনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ গোটা বিজেপি শিবির যেখানে দিঘার থেকে দূরত্ব বজায় রাখল, সেখানে বিকেল ঘনাতেই স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে দিলীপ পৌঁছে গেলেন সেই দিঘার জগন্নাথ ধাম দর্শনে। শুধু গেলেনই না, তাঁকে মন্দির ঘুরিয়ে দেখালেন তৃণমূলের অরূপ বিশ্বাস, কুণাল ঘোষরা। আর তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। সঙ্গে স্ত্রী রিঙ্কু।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ ‘আজকে যারা হম্বি তম্বি করছে তাঁরা তো তৃণমূল থেকে এসেছে….’ দিঘায় মমতা সাক্ষাতের পর কি শুভেন্দুকেই তোপ দিলীপের?

একদিকে যখন দিলীপ ঘোষ শোরগোল ফেলে দিয়েছেন দিঘায়, তখন বিজেপি বিড়ম্বনা যে বেড়েছে, তা বলাই বাহুল্য। দিলীপের দিঘা যাওয়ার পথেই প্রতিক্রিয়া দেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। দিঘায় মর্নিং ওয়াকে দিলীপ ঘোষ। সমুদ্র সৈকত ঘুরে জগন্নাথ মন্দিরের সামনে সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ।

advertisement

এবার দিলীপ ঘোষের পাশে দাড়ালো তৃণমূলের মুখপাত্র  কুনাল ঘোষ। তিনি বলেন, ‘ দিলীপ ঘোষ অন্য দলের নেতা। বিজেপির নেতা। কিন্তু তিনি সৌজন্য দেখিয়েছেন। সংকীর্ণ মনা ভেদাভেদের রাজনীতি যারা করেন, তাঁদের প্রথমে বিয়ে করে আর প্রভু জগন্নাথ দীঘায় এসে দর্শন করে ধুইয়ে দিলেন। যাঁরা তৃণমূলে নানা সুবিধা পেয়ে ছিলেন, তাঁরা আজ ওই দলে গিয়ে এখন সমালোচনা করছেন।’

advertisement

আরও পড়ুনঃ বিষ্ণুপুর ঐতিহ্যের লালবাঁধের জল থেকে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য!

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

তিনি আরও বলেন, ‘যাঁরা যাঁরা দিলীপ ঘোষকে আক্রমণ করেছেন, তাঁদের নাম না নিয়ে দিলীপ ঘোষ তো আজ পাল্টা আক্রমণ শানিয়েছেন। দিলীপ ঘোষকে হিডকো সৌজন্য মূলক আমন্ত্রণ দেখিয়েছেন। সেই সৌজন্যের চোটে বিজেপিতে লঙ্কা কান্ড ঘটছে। বিজেপি তো বলে সনাতনী। তারা এমন কাজ করছে। দিলীপ ঘোষ, তপন শিকদারের পরে সবথেকে বেশি সফল ও গ্রহণযোগ্য সভাপতি ও নেতা বিজেপিতে। সোশ্যাল মিডিয়ায় আজকাল অনেকে অনেক কিছু লিখছেন। ব্যক্তিগত শত্রুতা তো আসা উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত সৌজন্য দেখিয়েছেন। দিলীপ ঘোষ তার পাল্টা সৌজন্য দেখালেন।’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh in Digha: দিঘা জগন্নাথ মন্দিরে দিলীপ, রুষ্ট শুভেন্দু-সুকান্ত! দিলীপের হয়ে সুর চড়াও কুনালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল