বিজেপি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে ও রাজ্য সভাপতি সুকান্তর উপস্থিতিতেই বৈঠকেই এবার সরব হলেন দিলীপ৷ একের পর এক প্রশ্নও তুললেন৷ সূত্রের খবর, রাজ্য নেতৃত্বের সামনে দিলীপ প্রশ্ন তোলেন, কেন উত্তর ও দক্ষিণে জয়ী আসনে হারল বিজেপি, কেন কর্মীরা বুথ ছেড়ে বেরিয়ে এলেন, কেন নেতৃত্বরা সাহস জোগাতে পারলেন না৷ কর্মীদের মনোবল তলানিতে ঠেকেছে বলেও নাকি বৈঠকে মন্তব্য করেছেন দিলীপ৷
advertisement
যদিও, দিলীপের এই মন্তব্য নিয়ে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কী প্রতিক্রিয়া ছিল, তা জানা যায়নি৷ তবে, গত পরশু, অর্থাৎ, শুক্রবারই ট্যুইট করে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন অমিত শাহ৷ শুধুতাই নয়, নিজের ট্যুইটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতাকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন তিনি৷
সেদিনই অবশ্য দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সুকান্ত মজুমদার৷ সূত্রের খবর, সেখানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানানোর পাশাপাশি, পঞ্চায়েত ভোটে বিজেপির এমন ফলাপল কেন হল, তা নিয়েও বিস্তারিত রিপোর্ট দেন তিনি৷
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বাংলায় ৩৫৫ ধারা জারি প্রসঙ্গেও বিতর্কে উস্কে দেন বিজেপির রাজ্য সভাপতি৷