শনিবার দলের সাংগঠনিক বৈঠকে এসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নাগরিকত্ব আইনের প্রতিবাদে পার্ক সার্কাসের অবস্থানকারীদের তীব্র সমালোচনা করেন ৷ পার্কসার্কাসের CAA আন্দোলন নিয়ে তাঁর তির্যক মন্তব্য, ‘বিদেশের পয়সায় বিরিয়ানি মোচ্ছব চলছে ওখানে৷ গরিব-অশিক্ষিতদের বসিয়ে রাখতে প্রতিদিন টাকা দেওয়া হচ্ছে, বিরিয়ানি খাওয়ানো হচ্ছে ৷ চলছে সকাল সন্ধে সরকারকে গালিগালাজ ৷’ এখানেই শেষ নয়, দিলীপ ঘোষ টেনে আনেন শাহিনবাগ প্রসঙ্গকেও ৷ বলেন, ‘দিল্লিতেও রাস্তা আটকে শাহিনবাগে দিনের পর দিন চলছে নক্কারজনক ঘটনা ৷ গোটা দেশ জুড়ে গণতন্ত্র, আজাদির ‘ফ্যাশন’ চলছে ৷ আমাদের সরকার গুলি চালায়নি ৷ শাহিনবাগে কেন্দ্র লাঠিও চালায়নি অথচ গণতন্ত্র নেই বলে চিৎকার করছে বিরোধীরা ৷’ মহম্মদ সেলিম এর তীব্র নিন্দা করেন ৷ বলেন, ‘দায়িত্বজ্ঞানহীন মন্তব্য দিলীপের৷ মাথায় বিষ না ঢোকে, সতর্ক থাকুন ৷’
advertisement
দিল্লির শাহিনবাগ নিয়ে এর আগে একের পর এক তির্যক মন্তব্য করেছেন বিজেপির জাতীয় স্তরের নেতারা ৷ কেউ গুলি মারার কথা বলেছেন তো কেউ আবার শাহিনবাগকে মিনি পাকিস্তান বলেও কটাক্ষ করেছিলেন ৷ পিছিয়ে ছিলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৷ দিল্লি ভোটে বিজেপির ভরাডুবির পর তিনি বলেন, বিদ্বেষমূলক মন্তব্যের প্রভাব পড়েছে ভোট ব্যাঙ্কে ৷