কলকাতা: ছাব্বিশের নির্বাচন ঘিরে সম্ভবত আর কোনও ঝুঁকি নিতে চাইছে না বঙ্গ বিজেপি৷ তাই কি আবার দলের অন্দরে চলছে দিলীপ ঘোষকে ‘কাজে’ লাগানোর পরিকল্পনা? নতুন রাজ্য সভাপতি হিসাবে শমীক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পরেই অবশ্য জানিয়েছিলেন, নতুন-পুরনো সবাইে নিয়েই কাজ করবেন তিনি৷ দিলীপ ঘোষও গিয়েছিলেন সল্টলেকের অফিসে নতুন সভাপতিকে শুভেচ্ছা জানাতে৷
advertisement
তাঁর মুখে বরাবরের মতই ছিল দলের হয়ে কাজ করার অঙ্গীকার৷ আর এবারের অমিত শাহের সফরে দিলীপ ঘোষ যেন পুরনো ফর্মে দলে কামব্যাক করলেন। শাহের সঙ্গে বৈঠকের পরদিনই শমীকের সঙ্গে আলাদা বৈঠক করে দায়িত্ব বুঝে নেন দিলীপ ঘোষ। আর শুক্রবার সকালে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করতেই সেই পুরনো মেজাজেই পাওয়া গেল দিলীপ ঘোষকে। কী বললেন তিনি?
১) কুণাল ঘোষ বলেছেন, দিঘা জগন্নাথ মন্দির দর্শন আপনার ভাগ্য ফেরাল।
দিলীপ ঘোষ: উনি প্রবচন দিতেই থাকেন। লোকে মজা পায়। উনি সব ব্যাপারেই মন্তব্য করে থাকেন। ২০২৬-এর নির্বাচনে জগন্নাথ দেবের আশীর্বাদেই রাজ্যে পরিবর্তন হবে।
২) আপনার ভাগ্যে যে জোন পড়বে, তার মধ্যে অন্তত ৩৫ টি আসন তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ
দিলীপ ঘোষ: পার্টি যাকে যে দায়িত্ব দেবে, সেটা সে করবে। আমার এখনও জোন ভাগ নিয়ে কিছু জানা নেই। আমি ৩ বার ভোটে লড়েছি। ৩ বার সভাপতি বা অন্য দায়িত্ব সামলেছি। নিজের ছাড়াও অন্যের হয়ে প্রচার করেছি। ২০২১ সালের ভোটে আমি প্রার্থী ছিলাম না।
৩) একা শুভেন্দু অধিকারীকে দিয়ে হবে না বুঝেই কি আপনাকে স্বমহিমায় ফেরাল দলের শীর্ষ নেতৃত্ব?
দিলীপ ঘোষ: পার্টি তো কোনও একক ব্যক্তির ভরসায় চলতে পারে না। কিছু প্রমিনেন্ট মুখ থাকে, যাদের অভিজ্ঞতা বেশি। তাদের গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু কোনও একজন গোটা পশ্চিমবঙ্গ জিতিয়ে দেবে, সেটা সম্ভব নয়।
৪) আপনার তো এমন দুর্দিনও গেছে, যেখানে প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন আর আপনাকে বিমান ধরে অন্য জায়গায় চলে যেতে হয়েছে।
দিলীপ ঘোষ: হতে পারে। পার্টি এক্সপেরিমেন্ট করে মাঝে মাঝে। আগে তো ভোটে লড়তে হয়নি। তখন দল ভেবেছিল একেকটা মুখকে একেকবার সামনে আনি। দেখি পাবলিক কীভাবে রিয়্যাক্ট করে। মাঝে কিছুদিন সেই প্রক্রিয়া চলেছে।
৫) অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ থেকে পুরোদমে প্রচারে নামছেন।
দিলীপ ঘোষ: ভোটে সব পার্টি অ্যাক্টিভ হয়। ওরাও করছে। আমরাও করব। ডায়লগ দিয়ে ইলেকশন জেতা যায় না। সিপিএম–কে একসময় অজেয় ভাবা হত। কেউ ভাবতেই পারেনি সিপিএম হেরে যেতে পারে। তারপর সিপিএম এমনভাবে হারল আর কোনও দিন খুঁজে পাওয়া গেল না। বিজেপি অলরেডি সাড়ে ৩ হাজার পথসভা করে ফেলেছে। আমাদের রাজ্য সভাপতি উত্তর থেকে দক্ষিণ বঙ্গ সফর শুরু করবেন। আমরাও থাকব।
৬) শীতকালে শীত ঘুম ভাঙল দিলীপ ঘোষের?
দিলীপ ঘোষ: আমার শীত ঘুম ভাঙেনি। আমি রোজ ইকো পার্ক এসেছি। এখানেই আপনাদের সঙ্গে কথা বলেছি। কার কাছে কখন কার গুরুত্ব কমবেশি সেটা পার্টি জানে। দিলীপ ঘোষ আগেও যা ছিল, এখনও তাইই আছে। ভোটের মুখে আমাকে যে কাজ দেওয়া হল, সেটাই করব।
