TRENDING:

Dilip Ghosh: ভোটের আগে দিলীপ ঘোষকে কোন বড় দায়িত্ব! অমিত শাহের বৈঠকের পরই স্পষ্ট! তৃণমূলের দুর্ভেদ্য দুর্গে বড় পরীক্ষা?

Last Updated:

Dilip Ghosh: এবারের অমিত শাহের সফরে দিলীপ ঘোষ যেন পুরনো ফর্মে দলে কামব্যাক করলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কী বললেন দিলীপ?
কী বললেন দিলীপ?
advertisement

কলকাতা: ছাব্বিশের নির্বাচন ঘিরে সম্ভবত আর কোনও ঝুঁকি নিতে চাইছে না বঙ্গ বিজেপি৷ তাই কি আবার দলের অন্দরে চলছে দিলীপ ঘোষকে ‘কাজে’ লাগানোর পরিকল্পনা? নতুন রাজ্য সভাপতি হিসাবে শমীক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পরেই অবশ্য জানিয়েছিলেন, নতুন-পুরনো সবাইে নিয়েই কাজ করবেন তিনি৷ দিলীপ ঘোষও গিয়েছিলেন সল্টলেকের অফিসে নতুন সভাপতিকে শুভেচ্ছা জানাতে৷

advertisement

তাঁর মুখে বরাবরের মতই ছিল দলের হয়ে কাজ করার অঙ্গীকার৷ আর এবারের অমিত শাহের সফরে দিলীপ ঘোষ যেন পুরনো ফর্মে দলে কামব্যাক করলেন। শাহের সঙ্গে বৈঠকের পরদিনই শমীকের সঙ্গে আলাদা বৈঠক করে দায়িত্ব বুঝে নেন দিলীপ ঘোষ। আর শুক্রবার সকালে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করতেই সেই পুরনো মেজাজেই পাওয়া গেল দিলীপ ঘোষকে। কী বললেন তিনি?

advertisement

১) কুণাল ঘোষ বলেছেন, িঘা জগন্নাথ মন্দির দর্শন আপনার ভাগ্য ফেরাল

দিলীপ ঘোষ: উনি প্রবচন দিতেই থাকেন। লোকে মজা পায়উনি সব ব্যাপারেই মন্তব্য করে থাকেন২০২৬-এর নির্বাচনে জগন্নাথ দেবের আশীর্বাদেই রাজ্যে পরিবর্তন হবে

advertisement

২) আপনার ভাগ্যে যে জোন পড়বে, তার মধ্যে অন্তত ৩৫ টি আসন তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ

দিলীপ ঘোষ: পার্টি যাকে যে দায়িত্ব দেবে, সেটা সে করবে। আমার এখনও জোন ভাগ নিয়ে কিছু জানা নেই। আমি ৩ বার ভোটে লড়েছি। ৩ বার সভাপতি বা অন্য দায়িত্ব সামলেছিনিজের ছাড়াও অন্যের হয়ে প্রচার করেছি২০২১ সালেভোটে আমি প্রার্থী ছিলাম না

advertisement

৩) একা শুভেন্দু অধিকারীকে দিয়ে হবে না বুঝেই কি আপনাকে স্বমহিমায় ফেরাল দলের শীর্ষ নেতৃত্ব?

দিলীপ ঘোষ: পার্টি তো কোন একক ব্যক্তির ভরসায় চলতে পারে না। কিছু প্রমিনেন্ট মুখ থাকে, যাদের অভিজ্ঞতা বেশি। তাদের গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু কোন একজন গোটা পশ্চিমবঙ্গ জিতিয়ে দেবে, সেটা সম্ভব নয়

৪) আপনার তো এমন দুর্দিনও গেছে, যেখানে প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন আর আপনাকে বিমান ধরে অন্য জায়গায় চলে যেতে হয়েছে

দিলীপ ঘোষ: হতে পারে। পার্টি এক্সপেরিমেন্ট করে মাঝে মাঝে। আগে তো ভোটে লড়তে হয়নিতখন দল ভেবেছিল একেকটা মুখকে একেকবার সামনে আনি। দেখি পাবলিকভাবে রিয়্যাক্ট করে। মাঝে কিছুদিন সেই প্রক্রিয়া চলেছে।

) অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ থেকে পুরোদমে প্রচারে নামছেন।

দিলীপ ঘোষ: ভোটে সব পার্টি অ্যাক্টিভ হয়ওরাও করছে। আমরাও করব। ডায়লগ দিয়ে ইলেকশন জেতা যায় না। সিপিএমকে একসময় অজেয় ভাবা হত। কেউ ভাবতেই পারেনি সিপিএম হেরে যেতে পারে। তারপর সিপিএম এমনভাবে হারল আর কোনদিন খুঁজে পাওয়া গেল না। বিজেপি অলরেডি সাড়ে ৩ হাজার পথসভা করে ফেলেছে। আমাদের রাজ্য সভাপতি উত্তর থেকে দক্ষিণ বঙ্গ সফর শুরু করবেন। আমরাও থাকব।

) শীতকালে শীত ঘুম ভাঙল দিলীপ ঘোষের?

দিলীপ ঘোষ: আমার শীত ঘুম ভাঙনি। আমি রোজ ইকো পার্ক এসেছি। এখানেই আপনাদের সঙ্গে কথা বলেছি। কার কাছে কখন কার গুরুত্ব কমবেশি সেটা পার্টি জানে। দিলীপ ঘোষ আগেও যা ছিল, এখনও তাইই আছে। ভোটের মুখে আমাকে যে কাজ দেওয়া হল, সেটাই করব।

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন বছরের প্রথম দিনে উৎসবের রঙে শিলিগুড়ি, পর্যটকদের ভিড়ে জমজমাট বেঙ্গল সাফারি পার্ক
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: ভোটের আগে দিলীপ ঘোষকে কোন বড় দায়িত্ব! অমিত শাহের বৈঠকের পরই স্পষ্ট! তৃণমূলের দুর্ভেদ্য দুর্গে বড় পরীক্ষা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল