বিস্ফোরক মন্তব্যে বরাবরই প্রথম সারিতে থাকা বিজেপি সাংসদ দিলীপ ঘোষের যাদবপুর ঘটনার আবহে ফের বেফাঁস মন্তব্য ঘিরে আজ তোলপাড় পড়ে যায় বাংলা জুড়ে। রাজ্যে পালাবদল হলে, যাদবপুরে জয় শ্রীরাম স্লোগান উঠবে বলেও মন্তব্য বিজেপি নেতার।
আরও পড়ুন: চাঁদে কি জমি কেনা যায়…? কত দাম? কী রেটে মিলবে জমি? চমকে দেবে আসল সত্যিটা!
advertisement
রবিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লোকসভার ভাটপাড়ায় বিজেপির এক সমাবেশ ছিল। সেখানে যোগ দেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সেই মঞ্চ থেকে দিলীপের নিদান, রাজ্যে পালাবদল হলে যাদবপুরকে ঠান্ডা করে দেওয়া হবে। একইসঙ্গে বুদ্ধিজীবীদেরও তীব্র ভাষায় আক্রমণ করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ।
দিলীপ ঘোষ তাঁর স্বভাবসিদ্ধ জ্বালাময়ী ভাষণে এদিন বলেন, “যেখানে যেখানে সন্ত্রাসবাদী, সমাজবিরোধী শক্তি মাথাচাড়া দিয়েছে, আমরা বুট দিয়ে মাথা কুচলে দিই তার। জেএনইউয়ে যান। দেখে আসুন। ওখানেও প্রকাশ্যে মদ গাঁজা খাওয়া হত। আজাদি আজাদি বলা হত। সবাইকে আজাদ করে দেওয়া হয়েছে। এই বাংলার সরকার যেদিন যাবে যাদবপুরে বিবেকানন্দের স্ট্যাচু আর ভারত মাতা কী জয় স্লোগান দেবে, জয় শ্রীরাম স্লোগান দেবো। আমি বলে যাচ্ছি।”
আরও পড়ুন: সেই রাতে ‘পৌনে বারোটায়’ কার ফোন এসেছিল…? আদালতে বিস্ফোরক দাবি জয়দীপের!
দিলীপের আরও দাবি, “কাশ্মীর ঠান্ডা করে দিয়েছি, কোথায় যাদবপুর? আজ হোক কাল ঠান্ডা হয়ে যাবে।” দিলীপ ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয়ে যদি খুনের ঘটনা, মদ-গাঁজার আসর বসে, ছেলে মেয়েরা কী ভাবে ভাল ফল করবে? বাংলার যে শিক্ষা নিয়ে গর্ব করা হত, তা গোড়া থেকে কেটে ফেলার চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।