এদিকে, আরএসএস সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যাওয়া প্রসঙ্গে দিলীপ বলেন, ”মোদিজি আরএসএস-এর প্রচারে নাগপুরে বহুবার গিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার যাচ্ছেন। যেতেই পারেন। প্রণববাবু রাষ্ট্রপতি হওয়ার পরে ওখানে গিয়েছিলেন। আরএসএস বিশ্বের মধ্যে সবচেয়ে বড় স্বয়ং সেবক সংগঠন। তারা রাষ্ট্র নির্মাণে কাজ করে যাচ্ছে। বিদেশি রাষ্ট্রদূতেরাও এসেছেন। এখান থেকে মোদিজির জীবন শুরু হয়েছে।”
advertisement
সমবায় ভোট ঘিরে বিধায়ক অখিল গিরিকে মারধরের প্রসঙ্গেও দিলীপের কটাক্ষ, ”স্কুলের নির্বাচন বা পুজো কমিটির নির্বাচন, সব জায়গায় তৃণমূল রাজনৈতিক এজেন্ডা বানিয়ে রাজনীতি করে। একজন মন্ত্রী গিয়ে গুন্ডামি করলে তাকে তো লাঠিপেটা করে বের করে দেওয়া উচিত। আর মুখে বলা হচ্ছে দেশে গণতন্ত্র নেই। তোমরা (তৃণমূল) কাউকে গণতন্ত্র দিয়েছ এখানে?”
মুখ্যমন্ত্রী লন্ডন থেকে আসার পরই কলকাতা থেকে লন্ডন ফ্লাইট চালু হচ্ছে সরাসরি। সেই প্রসঙ্গেও দিলীপ বলেন, ”এতদিন চালু হয়নি কেন? লন্ডন থেকে কলকাতা ফ্লাইটে করে আসতে পারতেন। চালু হবে কেন, যদি প্যাসেঞ্জার না হয়। ওঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) সরকার আছে, ভুর্তকি দিয়ে করে দিচ্ছে। আগে ইন্ডাস্ট্রি ঠিক করুক।”