TRENDING:

শুধু রাজনীতি নয় পরিবেশ পিচেও 'পাওয়ার হিটার' দিলীপ ঘোষ

Last Updated:

তিনি জানালেন, " রথযাত্রার দিন প্রত্যেকে কম সে কম ১টি করে বৃক্ষরোপণ করুন।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজনীতি নয় পরিবেশ পিচেও পাওয়ার হিটার দিলীপ ঘোষ।রাজনীতির ময়দানে তাঁর বাক্যবাণ নিয়মিত চর্চার বিষয় । দিনকয়েক আগেই রাজ্যের শাসক দলকে চার্জশিট ধরিয়েছেন। করোনা, লকডাউন, আমফান ঘূর্ণিঝড় বারবার সরব হয়েছেন। পরিযায়ী তরজায় মোদির অন্যতম সেনানি হয়ে কেন্দ্রের বিরোধীদের বল হাঁকিয়েছেন বারবার। আমফান পর ধ্বংসস্তুপ সরাতে নিজেই নেমে গিয়েছিলেন কাটারি, কুড়ুল হাতে। রাজ্যের শাসক দল বিরোধী ফুটওয়ার্কে ব্যাটিং করতে সিদ্ধহস্ত এহেন দিলীপ ঘোষকে রবিবার বিকেলে দেখা গেল পরিবেশ রক্ষার শপথ নিতে।
advertisement

এদিন আমফান ঘূর্ণিঝড় বিধ্বস্ত বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখার পর দিলীপ বাবু নিদান দিলেন। তিনি জানালেন, " রথযাত্রার দিন প্রত্যেকে কম সে কম ১টি করে বৃক্ষরোপণ করুন।"রাজনীতির চেনা পিচের স্ট্রাইকারের এমন নিদান কেন?  নিজের সোশ্যাল পেজে তার বিস্তারিত ব্যাখা দিয়ে বিজেপি রাজ্য সভাপতি লেখেন পরিবেশের অক্সিজেন শূন্যতা কামাতে বৃক্ষরোপন করতেই হবে। তাঁর রাস্তা পরিস্কারের নামে সল্টলেকে গাছ কাটা নিয়ে বাম, ডানপন্থীদের অনেককেই ভ্রু কোঁচকাতে দেখা যায়। ক্যামেরা ডেকে, তার সামনে গাছ কাটা কেন?  সেই প্রশ্ন আসে সোশ্যাল সাইটে। দিলীপবাবু যে পরিবেশের কথাও ভাবেন, তাই হয়তো বোঝাতে চেয়েছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আসলে লকডাউন যদি পরিবেশের দূষণ কমায়, তবে নিশ্চিত ভাবে আমফান ঘূর্ণিঝড় পরিবেশের বড়সড় ক্ষতি করে দিয়ে গিয়েছে। শুধুমাত্র কলকাতা শহরেই বড়, মাঝারি, ছোট মিলিয়ে ১০০০০ বেশি গাছ নষ্ট হয়েছে। আবার শতাব্দী প্রাচীন ১৫০০০ গাছে সমৃদ্ধ হাওড়া শিবপুরের বোটানিক গার্ডেন ভিষণ ভাবে ক্ষতিগ্রস্ত আমফানে। রবিবার বিকেলে বোটানিক্যাল গার্ডেন ঘুরে  সাংসদ ও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপলব্ধি ১ বিনিময়ে ২ গাছ লাগাতেই হবে প্রত্যেককে। অর্থাৎ ১ গাছ নষ্ট হলে বিনিময়ে সেই জায়গায় কমপক্ষে ২টি, সম্ভব হলে ৫টি গাছ তৈরি করতে হবে। জমি নেই গাছ লাগাবার এমন ব্যক্তিরা প্রয়োজনে টবে গাছ লাগান পরামর্শ দিলীপ ঘোষের। দিলিপ ঘোষের কথায়, " আমফানে প্রচুর পরিমাণ গাছ নষ্ট হয়েছে। এতে বিপুল পরিমাণের অক্সিজেন শূন্যতা তৈরি হয়েছে। গাছ না লাগালে পরিবেশের ভারসাম্য ফিরবে না।"রথের দিন রাজ্যজুড়ে বৃক্ষরোপনের কর্মসূচী নিচ্ছে বিজেপি। সূত্রের খবর এমনটাই।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
শুধু রাজনীতি নয় পরিবেশ পিচেও 'পাওয়ার হিটার' দিলীপ ঘোষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল