রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ১৬ জুলাই মুকুলের পিএসি-র সদস্যপদ নিয়ে বিধানসভায় শুনানি ডেকেছেন স্পিকার। সেখানে তিনি নিজে উপস্থিত থাকবেন। তাতেও কিছু না হলে নির্দিষ্ট সময় অন্তর তিনি আদালতের দ্বারস্থ হবেন। কিছুটা তাচ্ছিল্যের সুরেই শুভেন্দু বলেছেন, 'যিনি বিধায়কই থাকবেন না, তিনি পিএসি-র চেয়ারম্যান হবেন কী করে?' কিন্তু আইনত এ বিষয়ে কিছু করার নেই বলেই দাবি করেছেন দিলীপ ঘোষ।
advertisement
তাঁর কথায়, 'PAC চেয়ারম্যান নিয়ে কিছু বলার নেই আমার। এটা রাজ্যে সরকারের রীতি। আশা করি সরকার সেই রীতি বজায় রাখবে। কিন্তু যদি তাঁরা সেই রীতি বজায় না রাখেন, তাহলে আমাদের আইনত কিছু করার নেই।' অর্থাৎ, শুভেন্দুর আদালতে দ্বারস্থ হওয়ার বিষয়টি কার্যত উড়িয়ে দিয়েছেন দলের রাজ্য সভাপতি।
প্রসঙ্গত, খাতায় কলমে মুকুল রায় এখনও বিজেপি বিধায়ক হলেও, দলের তরফে তাঁর নাম পিএসি চেয়ারম্যান পদে প্রস্তাব করা হয়নি। PAC চেয়ারম্যান পদে মুকুল রায়ের নাম প্রস্তাব করেছেন কালিম্পংয়ের মোর্চা বিধায়ক। আর সেই প্রস্তাবকে সমর্থন রয়েছে এগরার তৃণমূল বিধায়ক। এরপরও মুকুল রায়ের মনোনয়ন গ্রাহ্য করা হল কেন, সেই বিষয়ে প্রশ্ন তুলেই অধ্যক্ষকে চিঠি দিয়েছে বিজেপির পরিষদীয় দল।
যদিও এই সুযোগে এদিন পিএসি-র সদস্যপদে মুকুল রায়ের মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নমিনেশন যে কেউ দিতে পারেন। যিনি জমা দিয়েছেন, মুকুল রায়, তিনি তো বিজেপির মেম্বার। তাঁকে বিনয় তামাংরাও সমর্থন করবেন। ভোটাভুটি হলে হবে, দেখি কার কত ক্ষমতা। মানুষের কত ক্ষমতা দেখে নেবে বিজেপি।'
